নিজস্ব প্রতিবেদক ঃ বহুল সম্প্রচারিত মাইটিভি’র ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার ১৫ এপ্রিল, দুপুর ২টায় মাইটিভি ভবনে ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম ফুল দিয়ে এ শুভেচ্ছা জানান। এসময় ডিএমপি’র বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘সৃষ্টিতে বিস্ময় স্লোগান’ নিয়ে মাই টিভি’র যাত্রার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিএমপি পরিবারের পক্ষ আমি কমিশনার হিসেবে অভিনন্দন জানাচ্ছি। বঙ্গবন্ধুর সোনার স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে মাই টিভি জনমানুষের মধ্যে বলিষ্ঠ ভূমিকা রাখছে। মাইটিভির ভবিষ্যৎ পথ চলা সফল ও মসৃণ হোক।
প্রসঙ্গত, মাই টিভি একটি স্যাটেলাইট ভিত্তিক বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল। ‘সৃষ্টিতে বিস্ময় স্লোগান’ নিয়ে গত ২০১০ সালের ১৫ই এপ্রিল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল মাই টিভি।
আজ মাই টিভি’র ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। সাহসী ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করার পাশাপাশি জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হয়েছে মাই টিভি।