নিজস্ব প্রতিনিধি ঃ পণ্যের মান নিয়ন্ত্রণ ও ওজন ও পরিমাপ মানদন্ড আইন অনুযায়ী সোমবার ১৫ মে, রাজশাহী জেলা প্রশাসন ও বিএসটিআই এর রাজশাহী বিভাগীয় অফিসের যৌথ উদ্যোগে সদর উপজেলার বোয়ালিয়া এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে রাজশাহীর বোয়ালিয়া এলাকার দড়িখর্বনার মোড়ের “স্বপ্ন ” নামক প্রতিষ্ঠানটিকে তাদের বাজারজাতকৃত ফর্টিফাইড এডিবল রাইস ব্রান অয়েল (ব্রান্ড- স্বপ্ন) এর ৫ লি: এর বোতলে ১৩৫(+) মি:লি: তেল ওজনে কম থাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর ওজন পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ২৯/৪৬ ধারা অনুযায়ী ৩০০০ (তিন হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার লুবনা এবং প্রসিকিউটর হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রাজশাহী বিভাগীয় অফিসের কর্মকর্তা এ.এফ.এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ আবুল কায়েম, পরিদর্শক (মেট) উপস্থিত ছিলেন।