সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিন উদ্ধার

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা জাতীয় সারাদেশ

নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের অভিযানে সাতক্ষীরার দায়িত্বপূর্ণ কলারোয়া উপজেলার তলুইগাছা সীমান্ত থেকে ১টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে, এ খবর নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক পিএসসি.জি।


বিজ্ঞাপন

জানা গেছে,  বুধবার  ৩১ মে, রাতে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, সাতক্ষীরার কলারোয়া উপজেলার তলুইগাছা সীমান্ত দিয়ে ভারত হতে অস্ত্র পাচার হয়ে বাংলাদেশে প্রবেশ করবে।

উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র সাতক্ষীরা  ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হকের নেতৃত্বে অধীনস্থ তলুইগাছা বিওপি‘র হাবিলদার রবিউল ও নায়েক হরিপদসহ একটি চৌকষ আভিযানিকদল কলারোয়া উপজেলার তলুইগাছা সীমান্তের চৌরঙ্গীর মোড় নামক স্থানে গোপনে অবস্থান গ্রহণ করে। আনুমানিক রাত ১ টা ১৫ মিনিটের সময়  বিজিবি’র আভিযানিকদল কতিপয় ব্যক্তিকে সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করতে দেখে তাদেরকে চ্যালেঞ্জ করে।

বিজিবি’র উপস্থিতি টের পেয়ে অস্ত্র পাচারকারীরা পলায়নে উদ্যত হলে অভিযানিকদল তাদের ধাওয়া করে। এ সময় তারা রাতের অন্ধকারে ঘন বনের মধ্য দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে আভিযানিকদল উক্ত এলাকা তল্লাশি করে বিদেশী ১টি পিস্তল, ১ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিন উদ্ধার করে। এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা দায়ের করতঃ পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বর্ডর  গার্ড বাংলাদেশ বিজিবি’র  সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) এর অধিনায়ক, লে. কর্নেল মো: আশরাফুল হক, পিএসসি.জি, জানান জাতীয় ও জনস্বার্থে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়নের এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে এটা একটা চলমান প্রক্রিয়া বলেও তিনি আরও জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *