নিজস্ব প্রতিনিধি ঃ শনিবার ১৭ জুন,২১ টা ১৫ মিনিটের সময় রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স মিলনায়তনে নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম পুলিশ কমিশনার, আরপিএমপি মহোদয় উপ-পুলিশ মহাপরিদর্শক, চট্টগ্রাম রেঞ্জ, চট্টগ্রাম হিসেবে বদলি হওয়ায় রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তাঁকে “বিদায় সংবর্ধনা” প্রদান করা হয়।
উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ এর পুলিশ কমিশনার নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) উত্তম কুমার পাল পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আবু বকর সিদ্দীক, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ আবু মারুফ হোসেন; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মেনহাজুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, অফিসার ইনচার্জ সহ অন্যান্য পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
উক্ত বিদায় অনুষ্ঠানের বক্তব্যে সকলেই তার ডিসিপ্লিনারির বিষয়ে উল্লেখ করে বলেন, তার সংস্পর্শে এসে আমাদের অনেক কিছু শেখার সৌভাগ্য হয়েছে। এছাড়া তাঁর হাত ধরে আমরা স্বল্প সময় রংপুর মেট্রোপলিটন পুলিশের পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট পেয়েছি। সবচেয়ে বড় কথা তাঁর মাধ্যমেই স্বল্প সময়ে আরপিএমপি প্রতিষ্ঠাসহ স্কুলের যে অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে তা ভুলবার নয়। তিনি এই স্কুল প্রতিষ্ঠার জন্য জমি অধিগ্রহণ সহ ফান্ড সংগ্রহে সাধ্যমত চেষ্টা করেছেন।
উল্লেখ্য যে, তিনি রংপুর মহানগরী এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর অপারেশন কর্মপরিকল্পনায় মহানগরী এলাকায় মাদক উদ্ধার, বিভিন্ন হত্যা মামলার রহস্য উদঘাটন, অপহরনকারী গ্রেফতার, ক্লু লেস মামলার রহস্য উদঘাটন হয়। এজন্য রংপুর মেট্রোপলিটন পুলিশ পরিবার তাঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তাঁর পেশাগত জীবনের সাফল্য ও সমৃদ্ধি কামনা করছে।