লাইসেন্স বিহীন ইটভাটায় বিএসটিআই এর রংপুর বিভাগীয় অফিসের সার্ভিল্যান্স অভিযান পরিচালনা 

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় রংপুর সারাদেশ

সার্ভিল্যান্স অভিযান পরিচালনা কালে বিএসটিআই এর রংপুর বিভাগীয় কর্মকর্তারা ইট ভাটায়। 


বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক  :  গতকাল ২১ জুন বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর  গুণগত মান সনদ গ্রহণ ব্যাতিত ক্লে-ব্রিকস  ইটের  উৎপাদন ও বিক্রি করার অপরাধে বিএসটিআই এর রংপুর বিভাগীয় অফিসের উদ্দ্যোগে  রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বিভিন্ন ইট ভাটায় সার্ভিল্যান্স অভিযান  পরিচালনা করা হয়।

উক্ত সার্ভিল্যান্স অভিযান পরিচালনা কালে  নিম্নোক্ত প্রতিষ্ঠানের সিএম লাইসেন্স না থাকায় নিয়মিত মামলা দায়েরের উদেশ্যে পণ্য জব্দ ও তথ্য সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠান সমুহকে ৩ দিনের মধ্যে অবশ্যই আবেদন দাখিল করতে পরামর্শ দেয়া হয়েছে।

মেসার্স বি বি এল (BBL) ব্রিকস লিঃ, গোবরগাড়ি, রংপুর রোড, বদরগঞ্জ, রংপুর, মেসার্স আর এ এম বি (RAMB) ব্রিকস, পাকারমাথা, রাজারামপুর, বদরগঞ্জ, রংপুর, মেসার্স R B L-2 ব্রিকস, বদরগঞ্জ, রংপুর, এ বি সি (ABC) ব্রিকস, কাশিগঞ্জ, ১০ নং মধুপুর, রাজারামপুর, বদরগঞ্জ, রংপুর, মেসার্স ইউনিক ব্রিকস ম্যানুফ্যাকচারিং (UBM), মধুপুর, বদরগঞ্জ, রংপুর, মেসার্স ইউনিক ব্রিকস ম্যানুফ্যাকচারিং-২ (UBM), রাজারামপুর, বদরগঞ্জ, রংপুর,  মেসার্স MBM ব্রিকস, বগুড়াপাড়া, রাজারামপুর,, মেসার্স প্রাইম ব্রিকস ম্যানুফ্যাকচারিং (PBM), বদরগঞ্জ, রংপুর, মেসার্স রয়েল ব্রিকস -১ (RBL), শুকানপুকুর, রাজারামপুর, বদরগঞ্জ, রংপুর, মেসার্স রয়েল ব্রিকস (RBL), শুকানপুকুর, বদরগঞ্জ, রংপুর,  মেসার্স ইউ বি এল ব্রিকস (UBL), দলপাড়া, ১০ নং মধুপুর, রাজারামপুর, বদরগঞ্জ, রংপুর, মেসার্স ইউ বি এল-২ (UBL), দলপাড়া, ১০ নং মধুপুর, রাজারামপুর, বদরগঞ্জ, রংপুর, মেসার্স EBL ব্রিকস, বদরগঞ্জ, রংপুর, মেসার্স ইউ বি ব্রিকস (U*B), বোর্ডঘর, খিয়ারপাড়া, কুতুবপুর, বদরগঞ্জ, রংপুর, মেসার্স MCB ব্রিকস, উত্তর  বাউচন্ডি, আউলিয়াগঞ্জ,  বদরগঞ্জ,  রংপুর, মেসার্স মনিকা ব্রিকস (MMB), শিবপুর মথুরাপুর, গোপালপুর, বদরগঞ্জ, রংপুর,  মেসার্স মন্ডল ব্রিকস ম্যানুফ্যাকচারিং (MBM), শিবপুর, মথুরাপুর, গোপালপুর, বদরগঞ্জ, রংপুর, মেসার্স সাজু ব্রিকস লিঃ (SBL), ময়নাকুড়ি, বদরগঞ্জ, রংপুর, বি বি এল ব্রিকস লিঃ-২ (BBL-2), দক্ষিণ মমিনপুর, মোক্তারপাড়া, সদর, রংপুর, মেসার্স হক ব্রিকস (HBL), হাড়িয়ারকুঠি, হাতিবান্ধা, তারাগঞ্জ, রংপুর, মেসার্স হক ব্রিকস (HBL-2), হাড়িয়ারকুঠি, হাতিবান্ধা, তারাগঞ্জ, রংপুর, মেসার্স বি বি এল-২ ব্রিকস (BBL-2), হাড়িয়ারকুঠি, হাতিবান্ধা, তারাগঞ্জ, রংপুর, মেসার্স রয়েল ব্রিকস (RBL), হাড়িয়ারকুঠি, হাতিবান্ধা, তারাগঞ্জ, রংপুর, মেসার্স এম বি সি ব্রিকস (MBC), হাতিবান্ধা, তারাগঞ্জ, রংপুর, ন্যাশনাল ব্রিকস কোম্পানি(NBC পাকারমাথা, মধুপুর, বদরগঞ্জ, রংপুর, মেসার্স এ কে এস ব্রিকস ( AKS) জামুবাড়ী, নয়াপাড়া,  বদরগঞ্জ,  রংপুর,  মেসার্স  ফজিলা ব্রিকস কোম্পানি ( FBC) জামুবাড়ী, বদরগঞ্জ,রংপুর মেসার্স এমবিএল ব্রিকস (MBL) খয়েরপুকুর রোড,কিসমত ঘাটা বিল,বদরগঞ্জ, রংপুর, বদরগঞ্জ ব্রিকস ম্যানুফ্যাকচারিং (KING)
জামুবাড়ী, বদরগঞ্জ, রংপুর, মেসার্স শাহ বাদার্স ব্রিকস (SBB) কিসমত ঘাটাবিল, বদরগঞ্জ, রংপুর, মেসার্স রহমান ব্রাদার্স ব্রিকস(RBB) ঘাটাবিল, বদরগঞ্জ, রংপুর, মেসার্স পাভেল ব্রিকস( PBL) ঘাটাবিল, বদরগঞ্জ,রংপুর, মেসার্স চৌধুরী ব্রিকস (CBL) ঘাটাবিল,বদরগঞ্জ, রংপুর,  মেসার্স জিবিএল ব্রিকস লি:(GBL-1) ঘাটাবিল, হাজীপুর, বদরগঞ্জ, রংপুর,  মেসার্স ফাইভ স্টার ব্রিকস লি:(STAR) রহমতপুর, বদরগঞ্জ,রংপুর, মেসার্স জিবিএল ব্রিকস -২ (GBL-2) বিষ্ণুপুর, তাতীপাড়া, বদরগঞ্জ, রংপুর, মেসার্স জনতা ব্রিকস (জনতা) ট্যাক্সেরহাট, বদরগঞ্জ, রংপুর, মেসার্স বদর বাবা ব্রিকস কোং(B.B.C) ফাটকের ডাঙ্গা,বদরগঞ্জ, রংপুর, মেসার্স এ এম বি -২ ব্রিকস(AMB-2) লালদিঘী  রোড, আমরুলবাড়ী, কালিরঘাট, বদরগঞ্জ, রংপুর, মেসার্স এএইচ বি ব্রিকস (AHB) আমরুলবাড়ী, আসমতপাড়া, রাধানগর,বদরগঞ্জ, রংপুর এবং মেসার্স এএমবি ব্রিকস (AMB) আমরুলবাড়ী, বালাপাড়া, বদরগঞ্জ, রংপুর।

উক্ত অভিযানটি পরিচালনা করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিসের  মোঃ জাহিদুর রহমান , সহকারী পরিচালক ( সিএম),  খন্দকার জামিনুর রহমান , ফিল্ড অফিসার ( সিএম) এবং  ইশতিয়াক আহম্মেদ, ফিল্ড অফিসার (সিএম)।

বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিসের প্রধান ও উপ-পরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমেদ আজকের দেশ ডটকম কে জানান, জাতীয় ও জনস্বার্থে বিএসটিআই এর রংপুর  বিভাগীয় অফিসের এধরণের  অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *