নিজস্ব প্রতিনিধি : বুধবার ৫ জুলাই বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর ময়মনসিংহ বিভাগীয় কার্যলয়ের কর্মকর্তারা ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় সার্ভিল্যান্স পরিচালনা করে।
উক্ত অভিযান পরিচালনা কালে নিম্নোক্ত ক্লে ব্রিকস্ উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহকে সিএম লাইসেন্স গ্রহণের তাগাদা প্রদান করা হয়, উক্ত প্রতিষ্ঠান গুলো যথাক্রমে, মেসার্স ফিয়াদ ব্রিকস,মুক্তাগাছা, মেসার্স এস.বি.এম ব্রিকস, বাশুরি,মুক্তাগাছা, মেসার্স মুরাদ ব্রিকস, চাড়িপাড়া,মুক্তাগাছা, মেসার্স যমুনা ব্রিকস, চাড়িপাড়া,মুক্তাগাছা, মেসার্স সততা ব্রিকস, সাবানিয়া মোড়, কাঠবাওলা বাজার, মুক্তাগাছা, মেসার্স বলাকা ব্রিকস-১, সাবানিয়া মোড়, কাঠবাওলা বাজার,মুক্তাগাছা, মেসার্স বলাকা ব্রিকস-২, সাবানিয়া মোড়, কাঠবাওলা বাজার,মুক্তাগাছা, মেসার্স খান ব্রিকস, জয়দা,মুক্তাগাছা, ভাই ভাই ব্রিকস্,ঝনকা বাজার সংলগ্ন, মুক্তাগাছা, মাস্টার ব্রিকস্,কাঠবাওলা বাজার,মুক্তাগাছা, টিসিবি ব্রিকস্,কাশিপুর, মুক্তাগাছা এবং ফরাজী ব্রিকস্,শিবগঞ্জ, বটতলা বাজার,মুক্তাগাছা
কারখানা সার্ভিল্যান্স অভিযানে আকন্দ অয়েল মিল,মুক্তাগাছা প্রতিষ্ঠানটির উৎপাদিত সরিষায় তেল পণ্যের নমুনা গুণগত মান যাচাইয়ের লক্ষ্যে সীল করা হয়।
উক্ত সার্ভিল্যান্স অভিযানটি পরিচালনায় ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর ময়মনসিংহ বিভাগীয় অফিসের
মো: রকিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) এবং উক্ত অভিযানে অংশগ্রহণ করেন প্রকৌ: শাওন কুমার ধর আবীর, ফিল্ড অফিসার (সিএম)।