বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়নের অভিযানে ১.০৪৫ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ 

Uncategorized অপরাধ আইন ও আদালত চট্টগ্রাম জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

 

নিজস্ব প্রতিনিধি  :  বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়নের অভিযানে কক্সবাজারের উখিয়া সীমান্ত থেকে ১.০৪৫ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে,  বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি যথাযথভাবে বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজার উখিয়ার পালংখালী সীমান্তে বিজিবি কর্তৃক পরিচালিত অভিযানে ১.০৪৫ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়েছে।


বিজ্ঞাপন

শনিবার  ৬ আগস্ট,  রাতে বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কতিপয় মাদক ব্যবসায়ী ত্রিস্টাল মেথ আইস নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত সংবাদের ভিত্তিতে অধিনায়কের নেতৃত্বে পালংখালী বিওপি’র একটি চৌকষ আভিযানিকদল কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউপির পশ্চিম আঞ্জুমান পাড়া নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে।

আনুমানিক রাত সাড়ে ১২ টার সময় কতিপয় মাদক পাচারকারীকে সীমান্ত হতে পায়ে হেঁটে বর্ণিত স্থানের দিকে আসতে দেখে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা তাদের সাথে থাকা ব্যাগ ফেলে দ্রুত জংগলের মধ্যে দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি টহলদল ঘটনাস্থল হতে পাচারকারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ১.০৪৫ কেজি বার্মিজ ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করতে সক্ষম হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *