স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক  নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম ডায়বেটিস বিষয়ক নির্দেশিকা প্রকাশ 

Uncategorized জাতীয় ঢাকা বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন রাজধানী স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক :  উন্নতমানের সেবা ও সচেতনতার লক্ষ্যে প্রথমবারের মত এনসিডিসি’র ডায়বেটিস বিষয়ক নির্দেশিকা “ন্যাশানাল গাইডলাইন অন্য ডায়বেটিস মেলাইটাস” ব্যাবস্থা চালু।


বিজ্ঞাপন

আজ দেশে প্রথমবারের মত স্বাস্থ্য অধিদপ্তরের, নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম ডায়বেটিস বিষয়ক নির্দেশিকা প্রকাশ করেছে।


বিজ্ঞাপন

গাইডলাইনটি তৈরিতে বাংলাদেশ ডায়বেটিস সমিতি ও জাইকা বাংলাদেশ সার্বিক সহযোগিতা প্রদান করেছে এবং দেশের প্রতিষ্ঠিত সকল ডায়বেটিস ও হরমোন বিশেষজ্ঞগন এতে যুক্ত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষজ্ঞগন বলেন গাইডলাইনটি বাংলাদেশের চিকিৎসকদের মান উন্নয়নে যেমন সহযোগিতা করবে তেমন দেশে উন্নতমানের ডায়বেটিস সেবা ও সচেতনতা কার্যক্রম বাড়াতে সমর্থ হবে ।

ফলে দেশে ১ কোটি ৩১ লক্ষ ডায়বেটিক রোগী ও তাদের পরিবারের মানুষই শুধু উপকৃত হবেন না, কমে আসবে স্বাস্থ্য বাজেটের উপর প্রতক্ষ্য ও পরোক্ষ আর্থিক চাপ। সমভাবে উপকৃত হবে দেশের সকল মানুষ ।

নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম এর সম্মানিত লাইন ডাইরেক্টর অধ্যাপক ডাঃ মোঃ রোবেদ আমিন জানান, প্রিন্ট কপির পাশাপাশি অনলাইনে অ্যাপেও গাইডলাইনটি পাওয়া যাবে ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *