কেএমপির খানজাহান আলী থানা পুলিশের অভিযান : ভারতীয় নাগরিক, সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের ৩  সদস্য  আটকসহ  ভিকটিম বিথী খাতুন উদ্ধার 

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা সারাদেশ

 

মামুন মোল্লা (খুলনা)  : খুলনা মেট্রোপলিটন পুলিশ  কেএমপি’র খানজাহান আলী থানা পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় নাগরিকসহ সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের ৩ (তিন) জন আটকসহ  ভিকটিম বিথী খাতুন কে  উদ্ধার করা হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে, খুলনা মেট্রোপলিটন পুলিশ  কেএমপির খানজাহান আলী থানা পুলিশের একটি চৌকস টিম  থানার সাধারণ ডায়েরী নং-১৫৩৮, তাং-২৪/০৮/২০২৩,  এর নিখোঁজ জিডির ভিকটিম বিথী খাতুন (১৯) কে উদ্ধারের জন্য তথ্য প্রযুক্তি সহায়তায় ভিকটিম ও আসামীদের অবস্থান সনাক্ত করে ঝিনাইদহ জেলার মহেশপুর থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে ভিকটিম বিথী খাতুন কে উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন

উক্ত অভিযান পরিচালনা কালে  মহেশপুর থানাধীন বাশবাড়ীয়া মাটালি গ্রামে ভারতীয় বর্ডার পাদোলিয়া নদীর পাড়ে  মাটালি বর্ডার দিয়ে অবৈধভাবে ভারতে পাচার করার জন্য নদী পার করার সময়  নিখোঁজ জিডির ভিকটিম বিথী খাতুন (১৯) কে পাচারকারী চক্রের হেফাজত হতে উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে  ভিকটিমকে পাচারকারী সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের সদস্য  সোনিয়া খাতুন (২৩), পিতা-হায়াত লস্কর, সাং-হাজী গ্রাম, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা, কুলসুম বেগম (২৫), পিতা-নুর ইসলাম, সাং-হাজী গ্রাম, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা এবং শেখ জাবেদ (৩৫), পিতা-শেখ ওলি, সাং-৩নং ওয়ার্ড সংলগ্ন এসবিআই ব্যাংক মুনিরাবাদ ডেম কোপাল, পিন নং-৫৮৩২৩৩,কর্ণাটক, বেঙ্গলুরু, দেশ-ভারত, এপি সাং-হাজী গ্রাম (নুর ইসলাম এর বাড়ী), থানা-দিঘলিয়া, জেলা-খুলনাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বাদীর এজাহার প্রেক্ষিতে খানজাহান আলী থানার মামলা নং-১৬, তাং-২৫/০৮/২০২৩ , ধারা-২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের ৬/৭/৮ ধারায় মামলা রুজু করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *