উদ্ধারকৃত হেরোইন সহ বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়নের সদস্যরা।
নিজস্ব প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়নের মাদক বিরোধী বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়, উক্ত তল্লাশি অভিযান পরিচালনা কালে কক্সবাজারে ঢাকা থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী বাস তল্লাশি করে ৩.১৪৭ কেজি হেরোইন উদ্ধার করা হয় , এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি যথাযথভাবে বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় সোমবার ২৮ আগস্ট, সকালে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়কের দিক নির্দেশনায় উপাধিনায়ক মেজর আবদুল আজিজ ভূঁইয়া এর নেতৃত্বে বিজিবি’র একটি চৌকস আভিযানিকদল কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার নামক স্থানে মহাসড়কের ওপর ঢাকা হতে কক্সবাজারগামী যাত্রীবাহী বাস তল্লাশী করে মালিকবিহীন ৩.১৪৭ কেজি হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়েছে।