এসেনশিয়াল ড্রাগ লিমিটেড এর ব্যাবস্থপনা পরিচালক।
নিজস্ব প্রতিবেদক : এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে শ্রমিক কর্মচারীদের কোম্পানির লভ্যাংশের ৫% টাকা সঠিকভাবে প্রদান না করে আত্মসাত ও অসৎ শ্রম আচরণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়
এসেনসিয়াল ড্রাগস কোং লিঃ (ইডিসিএল) সরকারের একমাত্র ঔষধ উৎপাদনকারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি কোম্পানি আইন ও শ্রম আইন অনুযায়ী পরিচালিত হয়।
কিন্তুু ব্যবস্হাপণা পরিচালক সহ কতিপয় কর্মকর্তা অসদাচরণ ও অসৎ শ্রম আচারন চর্চা করে নামধারী কতিপয় শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কে শ্রমিক সংগঠনের প্রতিনিধি বানিয়ে তাদের কে বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য,টেন্ডার বানিজ্য , তাদের কথায় শ্রমিকদের অতিরিক্ত কাজের তালিকা দেওয়া সহ শ্রম আইন ১৯৫(১)(গ) উপধারা লঙ্ঘন করে প্রতিষ্ঠানে ত্রাসের রাজত্ব কায়েম করছে ও শ্রমিক কর্মচারীদের সঠিকভাবে লভ্যাংশের ৫% এর টাকা দেওয়া থেকে বিরত থাকছে।
বাংলাদেশ শ্রম বিধিমালার ফরম ৮০ অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানকে অর্ধবার্ষিক রিটার্ন ও ফরম ৮১ক অনুযায়ী বার্ষিক রিটার্ন মহাপরিদর্শক কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বরাবর দাখিল করতে হয় এবং প্রতিটি কোম্পানির প্রত্যেক বৎসর শেষ হবার অনূন্য নয় মাসের মধ্যে পূর্ববর্তী বছরের নীট মোনাফার ৫% টাকা শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলে জমা প্রদান করতে হয়।
কিন্তুু ইডিসিএল শ্রম আইন ও শ্রম বিধিমালা কে উপেক্ষা করে অবৈধ উপায়ে শতশত জনবল নিয়োগ দিয়ে এবং শ্রমিক কর্মচারীদের মোনাফার ৫% টাকা না দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। ইডিসিএল থেকে ৪৭৭কোটি টাকা আত্মসাতের দায়ে মহামান্য উচ্চ আদালত ব্যাবস্হাপনা পরিচালক কে রুল ইসু করেন। পরবর্তীতে মহামান্য উচ্চ আদালত রুলটি নিষ্পত্তি করে দুদক কে তদন্তের নির্দেশ দেন।
প্রপ্তিষ্ঠান থেকে যে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সেখানে শ্রমিক কর্মচারীদের ৫% অর্থ জড়িত আছে। ৫% অর্থ না পাওয়াদের মধ্যে একজন হচ্ছেন বদরুল আলম, ভান্ডার রক্ষক ঢাকা অফিস । তার অভিযোগ থেকে জানা যায় কতৃপক্ষ তাকে মোনাফার ৫% টাকা (২০২১-২২) প্রদান করননি। তিনি শ্রম বিধিমালা ফরম ৮১(ঞ )মোতাবেক ৫% না পাওয়ায় মহাপরিদর্শক কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বরাবর অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ টি নিষ্পত্তির জন্য গত ১৭/৯/২৩ তারিখে শ্রম অধিদপ্তরের নোটিশ মোতাবেক কোম্পানির প্রতিনিধি উপস্থিত হয়ে সময় প্রার্থনা করলে শ্রম অধিদপ্তর আগামী ৫/১০/২৩ ইং তারিখ কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর শ্রম বিধিমালা ফরম ৮১(ঞ) মোতাবেক সমস্ত হিসাব প্রদানের জন্য ইডিসিএল কতৃপক্ষ কে উপস্হিত হতে নোটিশ প্রদান করেছে। বিষয়টি বাধ্যতামূলক।