রমজান উপলক্ষ্যে জাতীয় ভোক্তা অধিদপ্তর কর্তৃক রাজধানীর  মিরপুরের উজ্জ্বল মাংস বিতানে ৫৯৫ টাকায় গরুর মাংস বিক্রির কার্যক্রমের শুভ উদ্বোধন

Uncategorized আইন ও আদালত জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  :  পবিত্র রমজান মাস উপলক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ  অধিদপ্তরের পক্ষ থেকে  মিরপুরের উজ্জ্বল মাংস বিতানে ৫৯৫ টাকায় গরুর মাংস বিক্রির কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে, এ খবর নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ( প্রশিক্ষণ ও প্রচার) আতিয়া সুলতানা।


বিজ্ঞাপন

জানা গেছে,  আজ সোমবার  ১৮ মার্চ,  সকাল সাড়ে  ১১ টায় রাজধানীর মিরপুরের উজ্জ্বল গোশত বিতান (লালমাটিয়া টেম্পু স্ট্যান্ড, মিরপুর-১১, ঢাকা-১২১৬) পরিদর্শন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব)  এ. এইচ. এম. সফিকুজ্জামান।


বিজ্ঞাপন

পরিদর্শনকালে অধিদপ্তরের মহাপরিচালক সাশ্রয়ী মূল্যে ভোক্তাদের নিকট মাংস বিক্রি করায় উৎসাহ প্রদানের লক্ষ্যে অধিদপ্তরের পক্ষ থেকে বর্ণিত প্রতিষ্ঠানের মালিক জনাব উজ্জ্বলকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের প্রধান কার্যালয় ও ঢাকা জেলা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শুরুতেই  উজ্জ্বল বলেন, আমি গত ৪ মাস যাবৎ সাশ্রয়ী মূল্যে ভোক্তাদের নিকট গরুর মাংস বিক্রি করে আসছি।বছরের ১১ মাস ব্যবসা করি এই রমজানের ১ মাস ভোক্তাদের সেবায় সাশ্রয়ী মূল্যে গরুর মাংস বিক্রি করছি। তিনি সাধ্যমত এই সাশ্রয়ী মূল্যে গরুর মাংস বিক্রয় কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

অধিদপ্তরের মহাপরিচালক তাঁর বক্তব্যের শুরুতে মহতি এই উদ্যোগের জন্য জনাব উজ্জ্বলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বিবেচনায় অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের প্রতি সাশ্রয়ী মূল্যে ভোগ্যপণ্য বিক্রয়ের আহ্বান জানানো হয়। জনাব উজ্জ্বল সাশ্রয়ী মূল্যে গরুর মাংস বিক্রয়ের যে উদ্যোগ গ্রহণ করেছে তাকে আমি সাধুবাদ জানাই। তিনি বলেন, জনাব নয়ন আহমেদ, খলিল, উজ্জ্বলসহ বিভিন্ন এলাকার ওয়ার্ড কাউন্সিলর ও রাজনৈতিক ব্যক্তিগণ সাশ্রয়ী মূল্য গরুর মাংস বিক্রি করে সমাজে দৃষ্টান্ত স্থাপন করে দেখিয়েছে যে সৎ ইচ্ছা থাকলে ভোক্তাদের নিকট সাশ্রয়ী মূল্যে গরুর মাংস বিক্রয় করা সম্ভব। এক্ষেত্রে তিনি বলেন, যদি চামড়ার ন্যায্য মূল্য প্রদান, পরিবহনে চাঁদাবাজি সমস্যা দূর করা,ফিডের মূল্য কমিয়ে আনা, উন্নত জাতের গরু নির্বাচন, হাঁসলি যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার মতো কিছু কাজ করা যায় তবে ভোক্তা পর্যায়ে ৫০০ টাকা কেজি গরুর মাংস নিশ্চিত করা সম্ভব হবে।

পরিশেষে তিনি বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান, ব্যবসায়ীসহ সমাজের বিত্তবানদের ভোক্তা স্বার্থে এরূপ সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম গ্রহণের আহ্বান জানিয়ে তাঁর বক্তব্য শেষ করেন। এরপর  অধিদপ্তরের মহাপরিচালক সাশ্রয়ী মূল্যে নয়নের মাংসের দোকানে ৫৯৫ টাকা কেজি মিক্সড মাংস বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *