রংপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ ৩য় ধাপ নির্বাচন-২০২৪ উপলক্ষে মোতায়েনকৃত পুলিশ অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Uncategorized আইন ও আদালত জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রংপুর সারাদেশ

নিজস্ব প্রতিবেদক (রংপুর) :  রংপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ ৩য় ধাপ নির্বাচন-২০২৪ উপলক্ষে মোতায়েনকৃত পুলিশ অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে,  আজ ২৭ মে  দুপুর ২ টায় পুলিশ লাইন্স রংপুরের অডিটোরিয়ামে ৬ষ্ঠ উপজেলা পরিষদ ৩য় ধাপ নির্বাচন উপলক্ষে রংপুর জেলার ২টি উপজেলায় (কোতয়ালী ও গংগাচড়া) সুষ্ঠ, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন করার লক্ষ্যে ডিউটিতে মোতায়েনকৃত জেলা পুলিশ, রংপুর-এর পুলিশ সদস্যদের অংশগ্রহণে আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।উক্ত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র জেলার পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)।


বিজ্ঞাপন

ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার  ৬ষ্ঠ উপজেলা পরিষদ ৩য় ধাপ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে ডিউটিতে মোতায়েনকৃত (মোবাইল টিম) সকল পুলিশ সদস্যদের সঠিকভাবে ডিউটি পালনের জন্য দিক নির্দেশনা প্রদান করেন এবং নির্বাচনকে লক্ষ্য করে যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সে দিকে সকলকে সজাগ থাকার জন্য আহ্বান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন  মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), রংপুর,  মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রংপুর, মোঃ আবু আশরাফ সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল),  মো: আব্দুস সালাম, সংরক্ষিত পুলিশ পরিদর্শক, (সহকারি পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) রংপুরসহ, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *