যশোরের অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচন মোটরসাইকেল প্রতিকের সরদার অলিয়ার রহমান বিজয়ী

Uncategorized খুলনা জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সারাদেশ

যশোর প্রতিনিধি  :  যশোরের অভয়নগরে শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে ৬ষ্ঠ উপজেলা পরিষদের ৩য় ধাপের সাধারন নির্বাচনের আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল কম। তবে আঙ্গুলের ছাপ না মেলায় অনেকে ভোট দিতে পারেনি ইভিএম পদ্ধতিতে। বিভিন্ন কেন্দ্রে সাধারন ভোটাররা অনেক সময় দাড়িয়ে থেকে অপেক্ষা করে অবশেষে ভোট দিয়েছেন পছন্দের প্রার্থীকে।


বিজ্ঞাপন

আজ বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে উপজেলার ৮১টি কেন্দ্রে ভোট নেওয়া হয়। আজ দুপুর দেড়টার দিকে উপজেলার বাঘুটিয়া সরকারি প্রাইমারি স্কুল ও বাঘুটিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় সেখানে ভোটারের উপস্থিতি কম।


বিজ্ঞাপন

আঙুলের ছাপ না মেলায় ওই দুটি সেন্টারের মোট ৫ জন ভোটার ভোট দিতে পারেনি। ভোট দিতে না পারা বাঘুটিয়া সরকারি প্রাইমারি স্কুল কেন্দ্রের ভোটার দিলিপ দাস (৫৮) বলেন, হাত সাবান দিয়ে কয়েকবার ধুয়ে চারবার চেষ্টা করেও ছাপ মেলেনি।

তাই ভোট দিতে না পেরে ফিরে এসেছি।
নির্বাচনে চেয়ারম্যান পদে অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান মোটরসাইকেল প্রতিকে ৫৪ হাজার ৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্ধি রবিন অধিকারী ব্যাচা আনারস প্রতিকে পেয়েছেন ৪৮ হাজার ২শ” ২১ ভোট।

নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ইতিমধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাফিয়া খানম হাঁস প্রতিকে ৪২ হাজার ৯শ” ৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বর্তমান ভাইস চেয়ারম্যান ডা. মিনারা পারভীন (ফুটবল) প্রতিকে পেয়েছেন ৪১ হাজার ১শ” ১৮ ভোট। আর লায়লা খাতুন (কলস) প্রতিকে ১৭ হাজার ১শ” ৭৭ ভোট পেয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *