নান্দাইলে হত্যা মামলার আসামীদের বাড়িতে হামলা ও ভাংচুর 

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় বিশেষ প্রতিবেদন ময়মনসিংহ রাজনীতি সারাদেশ

ময়মনসিংহ প্রতিনিধি  : ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের মাটিকাটা গ্রামের যুবক লাল মিয়া হত্যা মামলার জামিনপ্রাপ্ত আসামীদের বাড়ি ঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। উচ্চ আদালত থেকে জামিন পেয়েও আসামীরা বাড়ি ঘরে যেতে পারছে না বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে এর সত্যতাও পাওয়া গেছে।


বিজ্ঞাপন

জানা গেছে- গত ১৯ জুন সকালে চাচাতো ভাইয়ের চুরিকাঘাতে লাল মিয়া নিহত হন। এ ঘটনায় ২০ জুন নিহতের ভাই অসিম মিয়া বাদী হয়ে ১৩ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। পরে আসামীরা উচ্চ আদালত থেকে জামিন পেয়ে বাড়িতে যেতে পারেন না।


বিজ্ঞাপন

এদিকে হত্যা মামলার বাদীপক্ষ মো. সিরাজ উদ্দীনের স্ত্রী কল্পনা আক্তার (৫০) পুত্র মো. সাইফুল ইসলাম (২৫),মো. নজরুল ইসলাম (২৩),মো. রামিম মিয়া (১৯),শামছুদ্দীনের পুত্র দ্বীন ইসলাম (২৫),মেয়ে আছমা আক্তার (২১),সাইফুল ইসলামের স্ত্রী হেপি আক্তার (২০) নেতৃত্বে আসামী পক্ষ গিয়াস উদ্দিনের পুত্র মিজানুর রহমান ও হয়বরত আলী ওরফে নবী হোসেনের বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করে নিয়ে গেছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর খারুয়া ইউনিয়নের মাটিকাটা গ্রামে সরেজমিনে গিয়ে দেখা গেছে- গিয়াস উদ্দিনের টিনের ঘর দাড়িয়ে আছে টিনে বেড়া ভেঙ্গে নিয়ে গেছে। ঘরে থাকা কাপড়চোপড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। ঘরে থাকা ধানের ৪ টি গোলা খালি অবস্থায় পড়ে আছে। ঘরে থাকা আসবাবপত্র,ফ্রিজ সহ যাবতীয় জিনিসপত্র খোয়া গেছে।

দিকে ঘটনা স্থলে সংবাদিক গেছে শুনে আসামীপক্ষ বাড়িতে আসতে চাইলে বাদীপক্ষের সিরাজ উদ্দিনের নেতৃত্বে তার ছেলে নজরুল ইসলাম,সাইফুল ইসলাম ও রামিম মিয়ার লাঠিসোটা নিয়ে আসামীপক্ষকে তাড়িয়ে দেয়। এছাড়া গিয়াস উদ্দিনের মেয়ে আঞ্জুরা আক্তার কে মারধর করে। তাছাড়াও গিয়াস উদ্দিনের মেয়ের জামাই জালাল উদ্দিনকেও মারধর করে।

গিয়াস উদ্দিনের মেয়ে আঞ্জুরা আক্তার বলেন- আমরা জামিন নিয়ে এসেও বাড়িতে যেতে পারছি না। আমাদের ঘরের সমস্ত জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। ঘরে থাকা ফ্রিজ,ধান আসবাবপত্র সহ সবকিছু নিয়ে গেছে। এখন ঘর ভাংচুর করে টিনগুলোও নিয়ে গেছে। আমরা এর বিচার চাই।

নিহত লাল মিয়ার পিতা সিরাজ উদ্দিন বলেন- আমার ছেলেকে তারা হত্যা করছে। এহন আবার বাড়িতে আসতে চায়? আমরা তাদের বাড়িঘর ভাংচুর করি নাই তারা নিজেরাই ভাংচুর করে আমাদের নামে মিথ্যা মামলা দিতে চাচ্ছে।

এবিষয়ে জানতে চাইলে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন- এ বিষয়ে আমার কাছে কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নিব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *