নড়াইলে পুলিশ সুপারের সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,পুলিল সুপারকে বই উপহার

Uncategorized অন্যান্য আন্তর্জাতিক উপ-সম্পাদকীয়/মতামত কর্পোরেট সংবাদ খুলনা

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের নবাগত পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের সাথে জেলা জামায়াতের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) জেলা জামায়াতের একটি দল সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় জামায়াত নেতৃবৃন্দ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। জামায়াত নেতৃবৃন্দ পুলিশ সুপারকে বই উপহার দেন। সাক্ষাৎকালে জামায়াত নের্তৃবৃন্দ নবাগত পুলিশ সুপারকে জেলার আইন শৃংখলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া আসন্ন শারদীয় দুর্গোৎসবে হিন্দু স¤প্রদায় যাতে নির্বিঘেœ ও উৎসবমুখর পরিবেশে পূজা সম্পন্ন করতে পারে সে ব্যাপারে পুলিশের পাশাপাশি জামায়াত ও ছাত্র শিবিরের নেতাকর্মীরাও পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি পূজায় বিভিন্ন শ্রেণীপেশার লোকজন নিয়ে কমিটি করে মন্ডপে নিরাপত্তা ব্যবস্থার অনুরোধ জানান। পুলিশ সুপার সাথে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলাম নড়াইল জেলা শাখার আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু,সেক্রেটারী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার,জেলা কর্মপরিষদ সদস্য আইয়ুব হোসেন খান,হেমায়েতুল হক হিমু,পৌর আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিন,সদর উপজেলা আমির হাফেজ মিরাজুল ইসলাম সহ অনেকে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *