জাদুকাটায় যৌথবাহিনীর অভিয়ানে আটক ২৫ জনকে সাজা প্রদান

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

বিশেষ প্রতিবেদক : সীমান্ত নদী জাদুকাটায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধভাবে বালি উক্তোনের দায়ে আটক ২৫ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।রবিবার অভিযানে নেতৃত্বদানকারি সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার (রাজস্ব) আমজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।


বিজ্ঞাপন

ভ্রাম্যমান আদালতে আটক ও সাজাপ্রাপ্তরা হলেন,তাহিরপুর উপজেলার সীমান্ত নদী জাদুকাটা তীরবর্তী ঘাগটিয়া গ্রামের সুমন হোসেন, একই গ্রামের সামসুল ইসলাম, রুবেল হোসেন,রুজেল মিয়া, রাসেল মিয়া, মোজাহিদুল ইসলাম,পাশর্^বর্তী মাণিগাঁও গ্রামের আব্দুল মোতালিব, রুবেল মিয়া, মিস্টু মিয়া, মুকুল মিয়া, রুবেল মিয়া, আল আমিন, একই উপজেলার বালিজুরী গ্রামের সুহেব মিয়া, সুজন মিয়া, তাজিমুল,সবুজ মিয়া,কয়েজ মিয়া,নুর মিয়া,পাশ^বর্তী বিশ^ম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামের সামাদুল ইসলাম,রমজান আলী,ইয়াছিন আহমদ, নুর মোহাম্মদ (২), নুর মোহাম্মদ(১), মনবেগ গ্রামের বাচ্চু মিয়া, জামালপুর গ্রামের ইকবাল হোসেন।


বিজ্ঞাপন

রবিবার সকাল থেকে জাদুকাটা বালি মহালের সীমানা বহি:ভুর্ত নৌ সীমানায়, নদীর পাড় কাটা ও অবৈধভাবে সেইভ মেশিনে বালি উক্তোলনকালে সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনারের (রাজস্ব) নেতৃত্বে বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী নদীতে অভিযানে নামেন।

অভিযানে আটককৃতরা তাদের অপরাধ স্বীকার করায় বয়স বিবেচনায় নিয়ে ৬ জনকে ২১ দিনের ও ১৯ জনকে ৯০ (তিন মাস) দিনের সাজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসাবে আটককৃতদের সাজা প্রদান করেন, তাহিরপুর উপঝেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামস সাদাত মাহমুদ উল্লাহ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *