নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি মাননীয় বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গত ২১ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টায় বাংলাদেশ সুপ্রীম কোর্টের মূল ভবনের ইনার গার্ডেনে দেশের অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশ্যে বিশেষ বক্তব্য প্রদান করেছেম, এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপীল বিভাগের গনসংযোগ কর্মকর্তা মো: শরিফুল ইসলাম।
উক্ত অভিভাষণ প্রদান অনুষ্ঠানে অন্তর্বতীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, বাংলাদেশ সুপ্রীম কোর্টের উভয় বিভাগের মাননীয় বিচারপতিবৃন্দ, বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত কমিশনের মাননীয় চেয়ারম্যান আপীল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, বিজ্ঞ অ্যাটর্নি-জেনারেল মোঃ আসাদুজ্জামানসহ সুপ্রীম কোর্ট বারের বিজ্ঞ সভাপতি ও সেক্রেটারী উপস্থিত ছিলেন।
মাননীয় প্রধান বিচারপতি’র ভাষনে দেশের বিচার বিভাগের জন্য একটি রোডম্যাপ তুলে ধরেন, যাতে অন্যান্য বিষয়ের সাথে অধস্তন আদালতের বিচারকগণের বদলি ও পদায়নের ক্ষেত্রে বৈষম্য দূরীকরণে সুপ্রীম কোর্ট কর্তৃক একটি বদলি ও পদায়ন নীতিমালা প্রণয়নের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়। তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের দিক-নির্দেশনা অনুসারে বাংলাদেশ সুপ্রীম কোর্ট রেজিস্ট্রি কর্তৃক অধস্তন আদালতের বিচারকগণের বদলি ও পদায়ন নীতিমালা, ২০২৪ এর একটি খসড়া প্রস্তুত করা হয়েছে।
উক্ত খসড়া নীতিমালা সম্পর্কে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে কর্মরত বিচারকদের মতামত সংগ্রহের জন্য আজ রবিবার ৩ নভেম্বর, বাংলাদেশ সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেনারেল স্বাক্ষরিত একটি পত্র দেশের সকল আদালতে পাঠানো হয়েছে।
উক্ত পত্রে খসড়া নীতিমালা সম্পর্কে অধস্তন আদালতের বিচারকগণের মতামত লিখিত আকারে আগামী ৭ নভেম্বর এর মধ্যে বাংলাদেশ সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেনারেল এর দপ্তর বা নির্ধারিত ই-মেইল (aticklaw@gmail.com) বা হোয়াটঅ্যাপ নাম্বারে (০১৭১৬১৮৫৫৮৩) প্রেরণ করার জন্য নির্দেশনা দিয়েছেন।
উল্লেখ্য, ‘অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদায়ন নীতিমালা, ২০২৪ ‘এর খসড়া সুপ্রীম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।