কুষ্টিয়ার সীমান্তবর্তী উদয়নগরে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান এবং স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে বিজিবি

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

কুষ্টিয়া প্রতিনিধি  : আজ বুধবার  ১৩ নভেম্বর, বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি’র কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ দৌলতপুর উপজেলার উদয়নগর বিওপি পরিদর্শন করেন বিজিবি যশোর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন কবীর, পিএসসি। পরিদর্শনকালে তিনি পদ্মা নদীর ভাঙ্গনের ভয়াবহতা পর্যবেক্ষণ করেন এবং নদী ভাঙ্গন রোধে স্থানীয় জনগণকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করার আশ্বাস প্রদান করেন। পরবর্তীতে বিজিবি’র মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে তিনি নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্র ০৬টি পরিবারের মাঝে সর্বমোট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।


বিজ্ঞাপন

এ সময় বিজিবি’র কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মারুফুল আবেদীন এবং কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ০৭ নভেম্বর ২০২৪ তারিখে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডে মহাপরিচালক মোঃ আমিনুল হক ভূঁইয়া’র কুষ্টিয়া সফরকালে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সাক্ষাতে নদী ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।

উক্ত আলোচনায় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদানের পাশাপাশি তাৎক্ষণিকভাবে উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এরই ধারাবাহিকতায় নদী ভাঙ্গনের হাত থেকে উদয়নগর বিওপি ও পার্শ্ববর্তী এলাকার অস্তিত্ব রক্ষায় ইতিমধ্যে ৩৭০ মিটার নদী তীরবর্তী অংশে ৫৩,৩৫৭টি জিও ব্যাগ এবং ১,৫৯১টি টিউব ব্যাগ ফেলা সম্পন্ন হয়েছে। আরো ১৭৩ মিটার অংশে জিও ব্যাগ এবং টিউব ফেলার কার্যক্রম চলমান রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *