টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে ২০ হাজার পিস ইয়াবা ০১টি বিদেশী পিস্তল ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, আজ শনিবার ১৬ নভেম্বর বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ হোয়াইক্যং বিওপি’র দায়িত্বপূর্ণ হোয়াইক্যং বালুখালী নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে।
এ প্রেক্ষিতে বিজিবির হোয়াইক্যং বিওপি’র একটি টহলদল হোয়াইক্যং বালুখালী এলাকায় গমন করতঃ কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক বিকেল ৩ টার সময় টহলদল দুইজন ব্যক্তিকে একটি ক্যারেট নিয়ে নাফ নদী পার হয়ে উল্লেখিত এলাকার দিকে আসতে দেখে।
তাদের গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে দূর হতে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই তাদের কাঁধে থাকা একটি ক্যারেট ফেলে দিয়ে দ্রুত দৌড়ে পার্শ্ববর্তী গ্রামের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরবর্তীতে টহলদল চোরাকারবারীদের ফেলে যাওয়া লুঙ্গি দিয়ে মোড়ানো একটি ক্যারেটের ভিতর হতে ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
অপরদিকে, আজ শনিবার ১৬ নভেম্বর, বিকেল সাড়ে ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ হোয়াইক্যং বিওপি’র দায়িত্বপূর্ণ হোয়াইক্যং চেকপোস্ট পাড়া নামক এলাকায় খেলার মাঠে পাচারের উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র লুকায়িত রয়েছে।
উক্ত তথ্যের ভিত্তিতে হোয়াইক্যং বিওপি’র একটি টহলদল তাৎক্ষণিকভাবে সেখানে গমন করতঃ খেলার মাঠে ব্যাপক তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় পলিথিন দিয়ে মোড়ানো একটি বিদেশী পিস্তল এবং ১২ রাউন্ড গুলি উদ্ধার করে।