নিজস্ব প্রতিনিধি (সিলেট) : ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে থানা কাপড় শীতের কম্বল মদ সহ কোটি টাকার মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র বিশেষায়িত টিম।
গতকাল বুধবার ভোররাতে সিলেট সেক্টরের ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিজিবির বিশেষায়িত টিম সীমান্তে অভিযান চালিয়ে ওইসব ভারতীয় চোরাচালানের মালামাল জব্দ করে।
গতকাল বুধবার দুপুরে সিলেট সেক্টরের ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেন।
অধিনায়ক (সিও বিজিবি) জানান,বুধবার ভোররাতে ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র সুনামগঞ্জ ব্যাটালিয়নের সহকারি পরিচালক (বিজিডিও) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে ৯ সদস্যের বিজিবির একটি বিশেষায়িত টিম অভিযান চালায়।
অভিযানে জেলার বিশ^ম্ভরপুরের চিনাকান্দি বিওপির বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা চিনাকান্দি থেকে দুটি পিকআপ বোঝাই ভারতীয় (জর্জেট ) থান কাপড়, শীতের কম্বল, কসমেটিকস, চিনি, ফুসকা, কার্টুন ভর্তি মদের বোতল জব্দ করে। জব্দকৃত চোরাচালানের মালামালের মুল্য প্রায় ৯০ লাখ ৬৩ হাজার ৮৪২ টাকা।