টক অন দ্যা টাউন ফটিকছড়ি  :  রাষ্ট্রীয় কোষাগারের টাকা এসিল্যান্ডের পকেটে 

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর চট্টগ্রাম জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

!! গত ৫ ফেব্রুয়ারি রাতে উপজেলার নাজিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সুয়াবিল এলাকায় অবৈধ উপায়ে টিলা কাটার বিরুদ্ধে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। সেখানে আদালত পরিচালনা করে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর ও দুটি ড্রাম ট্রাক জব্দ করে তার হেফাজতে নিয়ে আসা হয়। পরদিন ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানার বিনিময়ে এস্কেভেটর ও গাড়ি দুটি ছেড়ে দেওয়া হলেও রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন ১ লাখ ১০ হাজার টাকা। ঘটনাটি জানাজানি হলে উপজেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। পাশাপাশি সহকারী কমিশনার হিসেবে ফটিকছড়িতে তার যোগদানের মাস না পেরোতে পার্বত্য জেলার বান্দরবানের রোয়াংছড়িতে বদলির বিষয়টি এখন “টক অব দ্য টাউন ” ফটিকছড়িতে পরিণত হয়েছে  !!


বিজ্ঞাপন
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন।

 

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি  :  চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলার সুয়াবিল এলাকায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে আদালত পরিচালনা করে জরিমানার বড় একটি অংশ রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিয়ে তিনি নিজের পকেটে ভরেন বলে অভিযোগ পাওয়া গেছে।


বিজ্ঞাপন

ঘটনাটি জানাজানি হলে উপজেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। পাশাপাশি সহকারী কমিশনার হিসেবে ফটিকছড়িতে তার যোগদানের মাস না পেরোতে পার্বত্য জেলার বান্দরবানের রোয়াংছড়িতে বদলির বিষয়টি এখন “টক অব দ্য টাউন ” ফটিকছড়িতে পরিণত হয়েছে।


বিজ্ঞাপন

জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি রাতে উপজেলার নাজিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সুয়াবিল এলাকায় অবৈধ উপায়ে টিলা কাটার বিরুদ্ধে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। সেখানে আদালত পরিচালনা করে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর ও দুটি ড্রাম ট্রাক জব্দ করে তার হেফাজতে নিয়ে আসা হয়। পরদিন ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানার বিনিময়ে এস্কেভেটর ও গাড়ি দুটি ছেড়ে দেওয়া হলেও রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন ১ লাখ ১০ হাজার টাকা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন গণমাধ্যম কে বলেন, জরিমানার অঙ্ক ১ লাখ ৬০ হাজার টাকা বলে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।

সেদিনের আদায়কৃত অর্থের রসিদ দেওয়া হয়েছে কিনা- এমন প্রশ্নে এসিল্যান্ড গণমাধ্যম কে বলেন, যেদিন গাড়িগুলো ছাড়িয়ে নেয় সেদিন ছুটিতে যাচ্ছিলাম, তাড়াহুড়ার কারণে রসিদ দিতে পারিনি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী গণমাধ্যম কে বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে তার বদলির আদেশের ব্যাপারে বিভাগীয় কমিশনার ভালো বলতে পারবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *