ঝালকাঠিতে পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বরিশাল বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

রিয়াজুল ইসলাম বাচ্চু (ঝালকাঠি)  :  ১৯৭১ সালে ২ মার্চ বাংলাদেশের প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিকে সামনে রেখে পতাকা উত্তোলন দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল -জেএসডির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

রোববার (২ মার্চ) সংগঠনের কাঠপট্টিস্থ জেলা কার্যালয়ে জেএসডির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা সভাপতি আলহাজ্ব মোঃ সোহরাব হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমীরণ হালদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেএসডি জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুস সোবাহান মাষ্টার, সহ-সভাপতি মোঃ মুজিবুল হক, বরিশাল জেলা কমিটির আহ্বায়ক আবুল  হোসেন খান, জেলা কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কার্তিক চন্দ্র হালদার সদর উপজেলা সভাপতি মোহাম্মদ নিজাম তালুকদার, সাইফুল ইসলাম ও মিজানুর রহমান এবং রাজাপুর উপজেলা সভাপতি রাজন মাতব্বর, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস মোল্লা, মোঃ গোফরান সহ জেলা উপজেলার দলীয় নেতৃবৃন্দ।


বিজ্ঞাপন

বক্তারা বলেন ২ মার্চ পতাকা উত্তোলন দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে এবং রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। তিনি আরো বলেন, দেশবাসী শান্তিতে বসবাস করুক দুই বেলা ডাল ভাত খেয়ে জীবন যাপন করুক তাই দ্রুত বাজার নিয়ন্ত্রণে আনতে হবে। প্রতিনিয়ত চালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে তা নিয়ন্ত্রণ করতে হবে।যারা দেশের সম্পদ বিদেশে নিয়ে সম্পদের পাহাড় করেছেন তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে।
সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ সোহরাব হোসেন‌ ঝালকাঠি ১ আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *