ধর্ষণের বিচারের দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

মো:রফিকুল ইসলাম,(নড়াইল) :  মাগুরার শিশু আছিয়ার ধর্ষণ ও হত্যাকারীর বিচার ও পুলিশের উপর শাহাবাগীদের ন্যাক্করজনক হামলার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে নড়াইলের সর্বস্তরের ছাত্র জনতার আয়োজনে কেন্দ্রীয় মসজিদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস টার্মিনাল গিয়ে শেষ হয়।


বিজ্ঞাপন

এ সময় বক্তব্য রাখেন,নাগরিক কমিটি,নড়াইলের সদস্য এ্যাড.শরিফুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল সদর উপজেলার আহবায়ক রাশেদুল ইসলাম,জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মো: সাজ্জাদ প্রমুখ। বক্তারা আছিয়ার ধর্ষণ ও হত্যার সাথে যারা জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি ও পুলিশের উপর শাহাবাগীদের ন্যাক্করজনক হামলার প্রতিবাদ জানান।


বিজ্ঞাপন

এ সময় বিক্ষোভ মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,নড়াইলের সদস্য সচিব মো: শাফায়াত,জেলা ছাত্রশিবিরের সভাপতি এস এম সালাউদ্দিন,সাধারণ ছাত্র মো: সাদবিন আবিদ, আশিকুর রহমান দীপু,নয়ন,আকাশসহ নড়াইলের সর্বস্তরের ছাত্র জনতা অংশগ্রহণ করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *