নড়াইলে বাড়িতে কেউ না থাকায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা,কাউকে কিছু জানালে হত্যার হুমকি’র অভিযোগ

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মো:রফিকুল ইসলাম,(নড়াইল) :  নড়াইলের নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রীকে গত ৯ এপ্রিল বুধবার বিকালে ওই ছাত্রীর বাড়িতে কেউ না থাকার সুযোগে ছাত্রী’র সরিরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে ধর্ষণ চেষ্টা চালায় পাষণ্ড প্রাইভেট শিক্ষক আহাদ শেখ।


বিজ্ঞাপন

ভুক্তবোগী ধর্ষণ চেষ্টার শিকার শিশুর ও তার মা (১৩ এপ্রিল রবিবার অভিযোগ করে বলেন,আমার মেয়েকে প্রাইভেট পড়াতে এসে প্রায়ই আমার মেয়ের সরিরে হাত দেয়,তবে আমার মেয়ে আমাকে জানালেও আমি বিষয়টি গুরুত্ব দেইনি,তবে গত ৯ এপ্রিল বুধবার বিকালে প্রাইভেট শিক্ষক আহাদ আমাদের বাড়িতে প্রতিদিনের ন্যায় আমার অবুঝ শিশুকে প্রাইভেট পড়াতে এসে আমার মেয়ের সাথে অনৈতিক কর্মকান্ড করতে জোরপূর্বক চেষ্টা করে।


বিজ্ঞাপন

এসময় আমার অবুঝ মেয়ে চিৎকার দিলে পাষণ্ড শিক্ষক আহাদ আমার মেয়ের মুখ চেপে ধরে এবং কাউকে কিছু জানালে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। ধর্ষণচেষ্টাকারী পাষণ্ড প্রাইভেট শিক্ষক আহাদ শেখ,খাশিয়াল ইউনিয়নের পেচি ডুমুরিয়া গ্রামের
মৃত ছানা মিয়া শেখের ছেলে।


বিজ্ঞাপন

ধর্ষণচেষ্টাকারী পাষণ্ড প্রাইভেট শিক্ষক আহাদ শেখ এমন কর্মকান্ড দির্ঘদিন ধরে করে আসছে,তার নামে একাধীক মামলা রয়েছে এবং নাশকতা মামলায় জেল ও খেটেছেন বলে স্থানীয়’রা জানান।

ভুক্তভোগী পরিবার তাৎক্ষনিক বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে,গত ১২ এপ্রিল শনিবার রাতে খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান বিএম বরকত উল্লাহ্,নড়াগাতী থানা বিএনপি’র সভাপতি খান মতিয়ার রহমান,৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ইমান আলীসহ স্থানীয়রা শালিস মিমাংসায় বসে ঘটনার সত্যতা পেয়ে আপস মিমাংসা না করেই ভুক্তভোগী পরিবারকে আইনি আশ্রয় নিতে পরামর্শ দেন।

এদিকে,ভুক্তভোগী স্কুল ছাত্রী’রা বাবা বলেন, ধর্ষণচেষ্টাকারী পাষণ্ড প্রাইভেট শিক্ষক আহাদ শেখ আমার অবুঝ শিশু মেয়ের সাথে যে অনৈতিক কর্মকান্ড করেছে আমি নড়াইল জেলা প্রশাসনের কাছে এমন জঘন্য কর্মকান্ডের সর্বচ্চ সাস্তির দাবি জানায়।

অভিযুক্ত ধর্ষণচেষ্টাকারী পাষণ্ড প্রাইভেট শিক্ষক আহাদ শেখ কে তার ব্যবহারিত মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। এদিকে,ভুক্তভোগী পরিবার সকলের পরামর্শ নিয়ে নড়াগাতি থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *