ঝিকরগাছার বাঁকড়ায় পরিত্যক্ত গুলি, ম্যাগজিন সহ পিস্তল উদ্ধার

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

যশোর প্রতিনিধি  :  ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের দিকদানা নগরে আকবার আলী(৬০)এর পুকুর হতে একটি পিস্তল, একরাউন্ড গুলি ও একটা ম্যাগজিন উদ্ধার করেছেন বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।


বিজ্ঞাপন

সুত্রে জানা যায়, পরিত্যাক্ত অবস্থায় ১ টি পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলি গতকাল শনিবার ১২ এপ্রিল,  সন্ধ্যায় উদ্ধার করেছেন বলে জানা যায়। তথ্যানুসন্ধানে  জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে ঝিকরগাছা থানাধীন ১১নং বাঁকড়া ইউনিয়নের দিগদানা নগর গ্রামস্থ আকবর আলী(৬০), পিতা- মৃত আমিন উদ্দিন, সাং- দিগদানা নগর, থানা- ঝিকরগাছা, জেলা- যশোর এর মাছ চাষের ঘেরে একটি শপিং ব্যাগে পলিথিনে মোড়ানো একটি পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।


বিজ্ঞাপন

ঘটনাটি বাঁকড়া তদন্ত কেন্দ্র অবগত করলে বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (ইনচার্জ) মামুনুর রশীদের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে পিস্তল, ম্যাগাজিন এবং ১রাউন্ড গুলি পুলিশ হেফাজতে নেন।


বিজ্ঞাপন

ঘটনাসূত্রে জানা যায়, অদ্য অস্ত্রটি কার বা এর ব্যাবহারকারি কে বা কারা সেটা জানা যায়নি। আকবর আলী তার ১ বিঘা পরিমাণ মাছের ঘেরের পানি শুকিয়ে দিয়ে মাছ ধরা শুরু করেন। সারাদিন পানিসেচ ও মাছ ধরার পর সন্ধ্যা ৬টার দিকে সিয়াম হোসেন(১২) পিতা মনিরুল ইসলাম, সাং- দিগদানা, থানা- ঝিকরগাছা, জেলা- যশোর এর নজরে আসে একটি শপিং ব্যাগ কাঁদায় মোড়ানো।

ওই ব্যাগ উঠাতেই শপিং ব্যাগে থাকা পিস্তল সহ সরজামাদি। পরে কৌতুহল বশতঃ ব্যাগটি খুলে তার মধ্যে অস্ত্রটি দেখতে পেয়ে সবাইকে ডাকেন। এরপর বাঁকড়া তদন্ত কেন্দ্রকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিস্তলটি পুলিশ হেফাজতে গ্রহণ করেন। আকবর আলীর মাছের ঘেরটি বাঁকড়া ও মাঠশিয়া রোডের পাশে অবস্থিত।

পুলিশ সূত্রে জানা যায়, দিগদানা নগর গ্রামের বাসিন্দা মৃত আমিন উদ্দিনের ছেলে আকবর আলী (৬০) তার ১বিঘা আয়তনের মাছের ঘেরের পানি শুকিয়ে মাছ ধরার কাজ করছিলেন। সন্ধ্যা ছয়টার দিকে ঘেরে থাকা কাদার মধ্যে মোড়ানো একটি শপিং ব্যাগ দেখতে পায় স্থানীয় এক কিশোর সিয়াম হোসেন (১২)। ব্যাগটি খুলে সে পিস্তল ও গুলি দেখতে পেয়ে বিষয়টি স্থানীয়দের জানায়।

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বাঁকড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মামুনুর রশীদের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে অস্ত্র ও গুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান বলেন, “পিস্তল, ম্যাগাজিন ও গুলিটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।”

পুলিশ ধারণা করছে, কোনো অপরাধীচক্র গোপনে অস্ত্রটি ওই ঘেরে ফেলে রেখে গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *