কুমিল্লার আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন

Uncategorized আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

তাপস চন্দ্র সরকার, (কুমিল্লা) :  কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করলেন কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মাহাবুবুর রহমান। বুধবার (১৬ এপ্রিল ২০২৫) সকাল ১০টায় কুমিল্লা আদালত চত্বরে ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করেন কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মাহবুবুর রহমান।


বিজ্ঞাপন

উদ্বোধনকালে তিনি বলেন- ‘বিচারপ্রার্থী মানুষ যখন আদালতে আসে, সেখানে তাদের বিশ্রাম নেওয়ার কোনো জায়গা থাকে না। পানি পান, টয়লেটে যাওয়াসহ দুগ্ধপোষ্য মায়ের জন্য সন্তানদের দুধ পান করানোর কোন ব্যবস্থা ছিলোনা। তাদের বসার ব্যবস্থাসহ ব্রেস্ট ফিডিং কর্নার, পুরুষ ও নারীদের জন্য আলাদা টয়লেট এবং মুূদি দোকান রয়েছে।


বিজ্ঞাপন

তিনি আরও বলেন- আগত বিচারপ্রার্থীদের আধুনিক নাগরিক সুবিধা সংবলিত নিরাপদ ব্যবস্থা নিশ্চিতের লক্ষ্যে প্রত্যেক জেলার মতো কুমিল্লায়ও “ন্যায়কুঞ্জ” উদ্বোধন করা হলো। আজ থেকে আদালতে আসা বিচারপ্রার্থীদের ন্যায়কুঞ্জে বিশ্রামের সব সুযোগ সুবিধা রয়েছে।


বিজ্ঞাপন

ন্যায়কুঞ্জ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কুমিল্লার বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াছির আরাফাত, কুমিল্লা জেলা পিপি এডভোকেট মোঃ কাইমুল হক রিংকু, জেলা জিপি এডভোকেট মোঃ তারেক আব্দুল্লাহ, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এডভোকেট মোঃ শহীদ উল্লাহ ও সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার মিজানুর রহমানসহ আদালতে কর্মরত বিজ্ঞ বিচারকগণ ও বিজ্ঞ আইনজীবীগণ। এছাড়াও উপস্থিত ছিলেন আগত বিচারপ্রার্থী জনগণ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *