নিজস্ব প্রতিনিধি ( চট্টগ্রাম) : আজ ১ মে বৃহস্পতিবার বন্দর নগরীর স্বনামধন্য দি চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের অভিভাবক সমাবেশ সকালে স্কুল হল রুমে অনুষ্ঠিত হয়।

দি চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক, প্রতিষ্টাতা পরিচালক, শিক্ষক নেতা মো. সোহাগ জোমাদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চল আহবায়ক কাজী সরোয়ার খান মনজু।

এ সময় বক্তব্য রাখেন শিক্ষক রুমা খানম, নিভা আকতার নিপা, রঞ্জিতা দাশ, শারমিন আকতার, মাহমুদা বেগম, নুসরাত জাহান, অভিভাবকের পক্ষে মোহাম্মদ সোহেল, মোহাম্মদ রাশেদুল আলম, মোহাম্মদ আজাদ, লিপি আরা, রোকসানা বেগম প্রমুখ।

সভায় দীর্ঘ সময় মতবিনিময়ে বক্তাগণ বক্তব্য রাখতে গিয়ে বলেন, সম্পতি সানোয়ারা স্কুলের রাহাত হত্যাকান্ড আমাদের চিন্তিত করেছে, শিক্ষার্থীদের স্কুলে আসা যাওয়া, সহপাঠীদের খোঁজ খবর নেওয়া গুরুত্ব দেওয়ার আহবান জানান। অভিভাবক ও শিক্ষকগণ আরো বেশি শিক্ষার্থীদের সুদৃষ্টি দিতে হবে। কিশোর রাহাত হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তে প্রকৃত অপরাধীকে শাস্তির মাধ্যমে সকল হত্যাকন্ড বন্ধ করতে হবে।
মতবিনিময় সভায় অভিভাবকগণ শিক্ষা কার্যক্রম সন্তোষজনক অভিমত প্রদান করেন এবং শিক্ষকগণ অভিভাবকদের সার্বিক সহযোগিতা জন্য কৃতজ্ঞতা জানান।