খলিলুর রহমান।

রিয়াজুল ইসলাম বাচ্চু, (ঝালকাঠি) : জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ’র নতুন কার্যকারী কমিটি গঠন করা হয়েছে। এতে মো: খলিলুর রহমান সভাপতি ও মো: মামুন ভূঁইয়া সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

আজ ১০ জুলাই, বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় হলরুমে ইসলামী ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগ’র অ্যালামনাই এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

প্রফেসর ড: মাহমুদা খানম ও প্রফেসর ডঃ সুফিয়া খাতুন স্বাক্ষরিত সভায় ২০২৫-২৭ বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।
সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান ঝালকাঠির কৃতি সন্তান, তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।
এই কমিটি প্রকাশের পর ঝালকাঠি স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মাঝে এক আনন্দঘন মুহূর্ত তৈরি হয় ও মিষ্টি বিতরণ করা হয়।