৪ জুয়াড়ী আটক

সিলেট

নিজস্ব প্রতিনিধি : এসআই(নিঃ)/গৌতম চন্দ্র দাশ সঙ্গীয় রাত্রীকালীন টহল টিমের অফিসার ফোর্সসহ সহ এয়ারপোর্ট থানা এলাকায় আইন-শৃঙ্খলা ডিউটি করার সময় এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকায় অবস্থান করাকালে রাত অনুমান ০১.৪০ ঘটিকার সময় গোপন সূত্রে সংবাদ প্রাপ্ত হইয়া অভিযান পরিচালনা করতঃ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহ এয়ারপোর্ট থানাধীন পীরেরগাঁওস্থ আফরোজ মিয়ার মালিকানাধীন ভূষিমালের দোকানে উপস্থিত হয়ে উক্ত দোকানের খাটের উপর ০৪(চার) জন জুয়াড়ি ১। কুতুব উদ্দিন (৫০), পিতা-আব্দুল হাশিম, সাং-মধুটিলা (পীরেরগাঁও), ২। আলী হোসেন (৩৩), পিতা-মৃত আব্দুল মজিদ, সাং-ছালিয়া, ৩। আফরোজ মিয়া (৪০), পিতা-মৃত নবী হোসেন, সাং-পীরেরগাঁও, ৪। আবু বক্কর (৪৫), পিতা-মৃত মমরোজ আলী, সাং-পীরেরগাঁও (গেরাউতি), সর্ব থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট দেরকে জুয়া খেলারত অবস্থায় পেয়ে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাদের আটক করেন। তখন উক্ত স্থানে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের হেফাজত হতে (১) জুয়া খেলায় ব্যবহৃত মোট ০৩(তিন) বান্ডিল তাস, (২) সর্বমোট ৯৪০/- টাকা, যার মধ্যে ৫০০(পাঁচশত) টাকার একটি নোট, ১০০/-(একশত) টাকার চারটি নোট, ২০/- (বিশ) টাকার একটি নোট ও ১০/- (দশ) টাকার দুইটি নোট রয়েছে, (৩) জুয়া খেলায় ব্যবহৃত ০১(এক) টি খাতা, যাতে প্রাপ্ত স্কোর লেখা রয়েছে, যা উদ্ধার পূর্বক ১৫/০৪/২০২১খ্রিঃ তারিখ ০২.১৫ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ মূলে জব্দ করতঃ হেফাজতে নেন। গ্রেফতারকৃত আসামীগণ অত্র এলাকায় দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থানে তাস দিয়ে বিভিন্ন জুয়া খেলার আসর বসিয়ে এলাকার উঠতি বয়সের যুবকদের জুয়ার নেশায় আসক্ত করে এলাকার পরিবেশ ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ সংক্রান্তে এয়ারপোর্ট থানার মামলা নং-২২, তাং-১৫/০৪/২০২১খ্রিঃ, ধারা-১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ রুজু হয়েছে। মামলা তদন্ত অব্যাহত আছে।


বিজ্ঞাপন