সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চলছে আন্তঃজেলা গণপরিবহন

চট্টগ্রাম

নিজস্ব প্রতিনিধি : দেশব্যাপী করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকারি নির্দেশনা মোতাবেক আন্তঃজেলা গণপরিবহন চলাচল নিষিদ্ধ থাকলেও কিছু সংখ্যক অসাধু পরিবহন ব্যবসায়ী এই নিষেধাজ্ঞা অমান্য করে তাদের কার্যক্রম পরিচালনা করছে।


বিজ্ঞাপন

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা সম্পূর্ণভাবে বেআইনি। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অভিযান পরিচালনা করছে এবং যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করছে।


বিজ্ঞাপন

ইতোমধ্যে নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা, ময়মনসিংহ, ফেনী, নোয়াখালী ইত্যাদি রুটে যাত্রী পরিবহন করায় ৫০ এর অধিক বাস ও মাইক্রোবাস আটক করা হয়েছে। নগরীর জনসাধারণকে তাই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকালীন সময়ে সরকারি নির্দেশনা মোতাবেক ঈদের ছুটিতে বাড়িতে থাকার অনুরোধ করা হল। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।