নিজস্ব প্রতিনিধি : দেশব্যাপী করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকারি নির্দেশনা মোতাবেক আন্তঃজেলা গণপরিবহন চলাচল নিষিদ্ধ থাকলেও কিছু সংখ্যক অসাধু পরিবহন ব্যবসায়ী এই নিষেধাজ্ঞা অমান্য করে তাদের কার্যক্রম পরিচালনা করছে।
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা সম্পূর্ণভাবে বেআইনি। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অভিযান পরিচালনা করছে এবং যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করছে।
ইতোমধ্যে নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা, ময়মনসিংহ, ফেনী, নোয়াখালী ইত্যাদি রুটে যাত্রী পরিবহন করায় ৫০ এর অধিক বাস ও মাইক্রোবাস আটক করা হয়েছে। নগরীর জনসাধারণকে তাই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকালীন সময়ে সরকারি নির্দেশনা মোতাবেক ঈদের ছুটিতে বাড়িতে থাকার অনুরোধ করা হল। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।