নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশনের বনগ্রাম এলাকার ৭০ চোলাই মদ বিক্রেতার পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। রোববার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনারের কার্যালয়ে এসে ওই মদ বিক্রেতারা আত্মসমর্পণ করেন।
জিএমপি’র স্টাফ কার্যালয় টু কমিশনার (এসি) পীযূষ কুমার দে জানান, গত ২ মাস আগে বনগ্রাম এলাকায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ক্রাইম জোনের সদস্যরা অভিযান চালায়। পরে ওই এলাকায় চোলাই মদ উৎপাদন এবং ব্যবহারের উপকরণ ভেঙে ধ্বংস করে দেওয়া হয়। এ সময় চোলাই মদ বিক্রেতারা পালিয়ে যায়। পরে জিএমপি পুলিশের নানামুখী ভূমিকায় গতকাল রোববার জিএমপি পুলিশ কমিশনার কার্যালয়ে এসে ৭০ মদ বিক্রেতারা আত্মসমর্পণ করেন। এ ছাড়া চোলাই মদ বিক্রির পেশা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করে তারা। এসময় উপস্থিত ছিলেন জিএমপি পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন, সহকারী কমিশনার আবু লাইস মোহাম্মদ ইলিয়াছ জিকুসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।