নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল সোমবার ১১ এপ্রিল, পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, হবিগঞ্জ কর্তৃক নিরাপদ ইফতার প্রস্তুতকরণ ও বিক্রয়ের সাথে জড়িত খাদ্যকর্মীদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জ এর সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।
এছাড়া, প্রশিক্ষণ কর্মসূচিতে নিরাপদ খাদ্য অফিসার হাবিবুর রহমান স্লাইড প্রেজেন্টেশন এর মাধ্যমে দিক নির্দেশনামূলক সেশন পরিচালনা করেন। খাদ্য ব্যবসায়ীরা নিরাপদ ইফতার প্রস্তুতপূর্বক পরিবেশন করবেন মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
