নিজস্ব প্রতিবেদক ঃ বুধবার ২৭ এপ্রিল, রাজধানীর রামপুরা এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক সরিষার তেল, ঘি, হলুদ, মরিচ ও জিরার গুড়া, শ্যাম্পু, স্কিন ক্রিম, বেবী লোশন, টুথ পেস্ট, আর্টিফিসিয়াল ফ্লেবার ডিংক, টয়লেট সোপ সেফটি রেজার ব্লেড পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ/ ছাড়পত্র গ্রহণ ব্যতিত বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে আর বি সুপার শপ, ২/৩, ব্লক-এফ, বনশ্রী, রামপুরা, ঢাকা কে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই’র কর্মকর্তা রেবেকা সুলতানা, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।
