ঘুরে দাঁড়াতে বাংলাদেশের কাছ থেকে শিক্ষা নিতে পারে শ্রীলঙ্কা

Uncategorized অন্যান্য

অর্থনৈতিক বিশ্লেষক ঃ ভয়াবহ অর্থনৈতিক ও রাজস্ব ঘাটতিজনিত সংকটে থাকা শ্রীলঙ্কা এখন হাহাকারের নরকে পরিণত হয়েছে।

এ থেকে বের হওয়ার পথ খুঁজতে গিয়ে হিমশিম খাচ্ছে দেশটি। দক্ষিণ এশিয়ায় শুধু শ্রীলঙ্কা নয়; পাকিস্তান, নেপালও গুরুতর অর্থনৈতিক ও রাজস্ব সংক্রান্ত সংকট মোকাবিলা করছে।

তবে শ্রীলঙ্কা বাংলাদেশের সাফল্যগাথা থেকে শিক্ষা নিতে পারে। বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুসারে, উন্নয়ন ও সমৃদ্ধির ব্যাপারে বাংলাদেশ একটা দারুণ নজির তৈরি করেছে।

গত ১০ বছরে (২০১০-২০২০) দেশটি বিশ্বের সবচেয়ে গতিশীল অর্থনীতি গুলোর একটি বলে পরিচিতি পেয়েছে। এটা সম্ভব হয়েছে দেশটির জনসংখ্যার বোনাস কাল (ডেমোগ্রাফিক ডিভিডেন্ড), তৈরি পোশাক খাতনির্ভর রপ্তানি আয়, রেমিট্যান্স ও স্থিতিশীল সামষ্টিক অর্থনীতির কারণে।

নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান যেখানে অর্থনীতি সামলাতে খাবি খাচ্ছে; বাংলাদেশ সেখানে বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর জন্য একটা মডেল স্থাপন করেছে।


বিজ্ঞাপন