মামুন মোল্লা (খুলনা) ঃ “বিট পুলিশিং বাড়ি বাড়ি,
নিরাপদ সমাজ গড়ি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে
রবিবার ২৯ মে, খুলনা জেলা পুলিশের উদ্যোগে পুলিশের সেবা মানুষের দোড় গোড়ায় পৌছে দেয়ার লক্ষে ডুমুরিয়া থানার অন্তর্গত বিট নং-৮ (শরাফপুর ইউনিয়ন) এলাকায় মাদক, সন্ত্রাস জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা উপস্থিত ছিলেন মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম, পুলিশ সুপার, খুলনা, মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(বি-সার্কেল), সেখ কনি মিয়া বিপিএম, ইন্সপেক্টর (নিঃ), অফিসার ইনচার্জ, ডুমুরিয়া থানা, খুলনা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় পুলিশ সুপার, মাদক, ইভটিজিং, জঙ্গীবাদ, গুজব রটানো, ডিজিটাল ডিভাইস মোবাইলের প্রতি আসক্তি, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনাসহ, সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে সচেতনতামূলক বক্তব্য রাখেন।
তিনি আরো বলেন বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সর্ব স্তরের মানুষকে নিয়ে একটি সমন্বিত উদ্যোগে সমাজ থেকে সব ধরনের অপরাধ দূর করে অপরাধ মুক্ত একটি সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।