মামুন মোল্লা (খুলনা) ঃ “এসো মাদক ছেড়ে কলম ধরি,
মাদক মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে রবিবার ২৯ মে, সুরক্ষা সেবা বিভাগ সরাস্ট্র মন্তনালয়ের উদ্যোগে সিএসএস, আভা সেন্টার, খুলনার হল রুমে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা কলপ্রেন্সিভ একশান প্ল্যান প্রনয়ণে কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন মোঃ মোকাব্বির হোসেন, সচিব, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মোঃ আব্দুস সবুর মন্ডল পিএএ, মহাপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মোঃ মাসুদুর রহমান ভূঞা, পুলিশ কমিশনার, কেএমপি, খুলনা, ড. খঃ মহিদ উদ্দিন, বিপিএম (বার), রেঞ্জ ডিআইজি, খুলনা, মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম, পুলিশ সুপার, খুলনা, বিভাগীয় পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও খুলনা বিভাগের ১০ টি জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সহ বিভাগীয় ও জেলা পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সবাই মিলে একসাথে কাজ করে সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য প্রবেশ বন্ধ করার পাশাপাশি প্রতিটি নাগরিকের জন্য শিক্ষা ও স্বাস্থ্য জ্ঞানের চর্চার মাধ্যমে মাদক থেকে অনেকটা দূরে থাকা সম্ভব মর্মে সকলে আশাবাদ ব্যক্ত করেন।