বৃহস্পতিবার ১৬ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফেনীর বিভাগীয় পরিদর্শক মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে ফেনী মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করে ২ (দুই) জনকে গাঁজা সেবনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। পরিশেষে উপিস্থত লোকজনের মাঝে মাদকের কুফল সম্পর্কে গণসচেতনতা মূলক বক্তব্য প্রদান করা হয়।
