সুমন হোসেন (যশোর) ঃ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র যশোর ব্যাটালিয়ন কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে ৬৫,৮৭,৬০০ (পঁয়ষট্টি লক্ষ সাতাশি হাজার ছয়শত) টাকা মূল্যের ৭৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার আটক হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার ২৩ জুন সকালে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকীর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি চৌকষ বিজিবি টহলদল বেনাপোল আইসিপি টার্মিনালের আশেপাশে অবস্থান নেয়।
পরবর্তীতে চট্টগ্রাম হতে বেনাপোলগামী গ্রীন লাইন পরিবহনের একটি স্লিপিং বাস বেনাপোল আইসিপি বাস টার্মিনালে আসলে টহলদল বাসটি তল্লাশী করে বাসের সীটের নিচে লাল কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ৭৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করে। উল্লেখ্য যে, উক্ত সীটের আসনধারী সন্দেহভাজন ব্যক্তি বিজিবি’র উপস্থিতি টের পেয়ে আগেই বাস থেকে নেমে যায় যাকে গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।
উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক সিজারমূল্য ৬৫,৮৭,৬০০ (পঁয়ষট্টি লক্ষ সাতাশি হাজার ছয়শত) টাকা।
উদ্ধারকৃত স্বর্ণের বার ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।