পূর্ণতা পাচ্ছে রুপপুর পারমাণবিক কেন্দ্র, ইনার কন্টেইনমেন্ট ডোম বসানো শেষ

Uncategorized জাতীয়


নিজস্ব প্রতিবেদক ঃ পূর্ণতা পাচ্ছে রুপপুর পারমাণবিক কেন্দ্র। ইনার কন্টেইনমেন্ট ডোম বসানো শেষ। টানা ৪ ঘন্টার কর্মপ্রচেষ্টায় রুপপুর পারমাণবিক কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ইনার কন্টেইনমেন্ট ডোম বা IC বসানোর কাজ সফলভাবে সমাপ্ত করেছেন ইন্জিনিয়াররা। ৩৫.৭ মিটার ব্যাসের এই ডোমের ওজন প্রায় ১৯৪ টন। এই ডোম বসাতে প্রি এসেম্বলিং এক্টিভিটিস সহ সর্বমোট ১৫১ দিন সময় লেগেছে যা গতবছরে ইউনিট ১ এ বসানো IC এর চেয়ে ৫৬ দিন কম। এই ইনার কন্টেইনমেন্ট হল পারমাণবিক কেন্দ্রের প্রধান নিরাপত্তা কবচ।

ডোম বসানোর ওয়েল্ডিং কার্যক্রম শেষ হওয়ার পর শুরু হবে ডোম কংক্রিটিং কার্যক্রম। ভূমি থেকে চুল্লিতে এই ডোম নিয়ে যেতে ব্যবহৃত হয়েছে শক্তিশালী Liebherr LR11350 ক্রেন যার বহন ক্ষমতা ১৩৫০ টন। ডোমটি সঠিক স্হানে বসানোর কাজটি সরাসরি রাশিয়ান পারমাণবিক কেন্দ্র নির্মান প্রতিষ্ঠান ROSATOM এর অঙ্গপ্রতিষ্ঠান TrestRosSEM LLC এর প্রত্যক্ষ তত্বাবধানে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *