দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতি এবং  বাংলাদেশের প্রধান বিচারপতি’র সৌজন্য সাক্ষাৎ 

Uncategorized আইন ও আদালত এইমাত্র জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  : আজ মঙ্গলবার ২০ মে,  বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ  দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতি ম্যানডিসা মায়া (Mandisa Maya)- এর সাথে সৈজন্য সাক্ষাত করেন। সাক্ষাতটি দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালতে (Constitutional Court of South Africa) অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

সাক্ষাতকালে উভয় দেশের প্রধান বিচারপতি একে অপরের সাথে কুশলাদি বিনিময় করেন এবং নিজ দেশের বিচার বিভাগের বিভিন্ন অভিজ্ঞতার কথা বিনিময় করেন।


বিজ্ঞাপন

সাক্ষাতকালে বাংলাদেশের প্রধান বিচারপতি দেশের বিচার বিভাগের সামগ্রিক উন্নয়নে তাঁর ঘোষিত রোডম্যাপ কার্যক্রমের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতি কে অবহিত করেন।


বিজ্ঞাপন

এসময় দক্ষিণ আফ্রিকার মাননীয় প্রধান বিচারপতি বাংলাদেশের বিচার বিভাগ সংস্কারে  প্রধান বিচারপতির দূরদর্শী নেতৃত্ব এবং মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশের বিচার বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

এছাড়া তিনি দক্ষিণ আফ্রিকার মানবাধিকার কমিশন কর্তৃক বিভিন্ন সাংবিধানিক প্রশ্নের সমাধানের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *