নিজস্ব প্রতিবেদক : মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের কর্মকর্তারা রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মাদক বিরোধী বিশেষ এক অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্র্যান্ডের ১৪৫ বোতল বিদেশী মদ ও ১০৬ ক্যান বিয়ারসহ মাদক কারবারী কে গ্রেফতার করেন, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) এর কর্মকর্তাদের একটি সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ) এর উপপরিচালক মোঃ মানজুরুল ইসলাম এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে সূত্রাপুর সার্কেলের পরিদর্শক কাজী হাবিবুর রহমান ও সার্কেলের অন্যান্য স্টাফদের নিয়ে গঠিত টিম আজ মঙ্গলবার ২০ মে, সাড়ে ৩ থেকে সাড়ে ৪ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ২৮টি ব্রান্ডের ১৪৫ বোতল বিদেশী মদ ও ১০৬ ক্যান বিয়ারসহ (এক) জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামীর নাম ও পরিচয় যথাক্রমে , মো: সজল (৩৪), পিতা: সেলিম রেজা, সাং-৪৯ শরাফৎগঞ্জ লেন, গেন্ডারিয়া, ঢাকা।

জব্দকৃত বিদেশী মাদ ও বিয়ারের পরিমাণ যথাক্রমে, Mc Dowells No-01, Luxary-১৫ বোতল। Royal- Stag Deulux Whisky-২৪ বোতল। Royal Green Deulux Whisky-১৯ বোতল। 81 Iconiq White Whisky-১৬ বোতল। AC Black Whisky-৩৪ বোতল। BACARDI Whisky-৪ বোতল। BOMBAY SAPPHIRE-৪ বোতল। Black and White Whisky-২ বোতল। CLAY MORE Whisky-৩ বোতল। GRANTS SCOTCH Whisky-৩ বোতল। CUTTY SARK SCOTCH Whisky -২ বোতল। J and B Whisky-১ বোতল। Jim BEAM Whisky-২ বোতল। 100 PIPERS SCOTCH Whisky-২ বোতল। JOHNNIE WALKER RED LEBEL-২ বোতল। VAT 69 SCOTCH Whisky-১ বোতল। TULLA MORE IRISH Whisky-১ বোতল।PASSPORT SCOTCH Whisky-১ বোতল।BEEFEATER LONDON DRY GIN -১ বোতল।JOHNNIE WALKER BLACK LEBEL-২ বোতল।AC BLACK DELUX Whisky-১ বোতল। JACK DANIELS Whisky-১ বোতল। MAGIC MOMENTS VODKA -১ বোতল। GRAND MACNISH SCOTICH Whisky-১ বোতল।৪ pm Premium Black Whisky-১ বোতল।BALLANTINES SCOTICH Whisky-১ বোতল। MAXIMUS-X STRONG BEER-৩৪ ক্যান।MARTENS BEER-৭২ ক্যান। সর্বমোট বিদেশী মদ-১৪৫ বোতল এবং সর্বমোট বিয়ার-১০৬ ক্যান।
আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, গত ৫-৬ মাস যাবত সে এই ব্যবসা করে আসছে । উক্ত মালামাল গুলশান এলাকা থেকে সংগ্রহ করে তার বাসায় সংরক্ষণ করত। আসন্ন ঈদ উপলক্ষে খুচরা বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত বিদেশী মদ ও বিয়ার সংগ্রহ করেছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) মোতাবেক সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ) কর্তৃক ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
মাদক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বদ্ধপরিকর বলে জানিয়েছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা।