নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল শুক্রবার ১ জুলাই রাত ৯ টা ৪৫ মিনিটের সময় উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান এর নির্দেশে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ সাজ্জাদ হোসেন এর পরিকল্পনায় এসআই (নিঃ) মোঃ বাবুল ইসলাম এর নেতৃৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে আরপিএমপি, রংপুর কোতয়ালী থানাধীন সুরমা পেট্রোল পাম্প সংলগ্ন আরকে রোডের পূর্ব পার্শ্বে জনৈক মোঃ আজিজার রহমান এর খাবার হোটেলের সামনে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযান পরিচালনা কালে ২৫ (পঁচিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত আসামীদের নাম ও ঠিকানা যথাক্রমে, মোঃ লাভলু মিয়া @ লাকু (২০), পিতা- মোঃ আনোয়ার হোসেন @ কাল্টু, মাতা- মোছাঃ লাভলি বেগম, সাং- দোহলপাড়া (পাগলা পাড়া), ইউপি- খগা খড়িবাড়ী, থানা- ডিমলা, জেলা- নীলফামারী, সুজন আহমেদ (১৯), পিতা- মোঃ মাজেদুল ইসলাম @ ফকির, মাতা- মোছাঃ আফরোজা খাতুন, সাং- তেগালা, ইউপি- আদাবড়িয়া, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়া।
পরবর্তীতে গ্রেফতার কৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীন একটি মামলা দায়ের করা হয়।
