নিজস্ব প্রতিনিধি ঃ রবিবার ৪ সেপ্টেম্বর, দুপুর ১ টায় শরীয়তপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় পুরাতন ভবন পরিদর্শন করেন মোঃ আতিকুল ইসলাম, বিপিএম বার পিপিএম বার অতিরিক্ত আইজিপি, ডেভেলপমেন্ট বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়াটার্স, ঢাকা মহোদয়।
শরীয়তপুর জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল হক, জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত আইজিপি ‘কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন ও গার্ড অফ অনার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মোঃ রুহুল আমিন, ডিআইজি,(ডেভেলপমেন্ট) ড. শোয়েব রিয়াজ আলম, অতিরিক্ত ডিআইজি, ( ডেভেলপমেন্ট রেভিনিউ-১) মোঃ মোজাম্মেল হক, অতিরিক্ত ডিআইজি,(ডেভেলপমেন্ট), এ জেড এম মোস্তাফিজুর রহমান, এআইজি (ডেভেলপমেন্ট রেভিনিউ-২) বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়াটার্স, ঢাকা সহ ডিজাইন বিভাগ/উন্নয়ন শাখা, গণপূর্ত অধিদপ্তর, ঢাকার কর্মকর্তাগণ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
