নিজস্ব প্রতিবেদক ঃ বাংলাদেশ- মিয়ানমারের মধ্যে মাদকদ্রব্য ও সাইকোট্রপিক সাবসট্যান্স এর অবৈধ পাচার রোধকল্পে বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর, ভার্চুয়াল প্লাটফর্মে ৫ম দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল ওয়াহাব ভূঞার নেতৃত্বে বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্তণালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর , বাংলাদেশ পুলিশ, বিজিবি, বাংলাদেশ কোস্টগার্ড, র্যাব, বাংলাদেশ ব্যাংক, কাস্টমস্ এর প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। করোনার দরুণ সভাটি ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।
