নিজস্ব প্রতিবেদক ঃ নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও শতভাগ নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার নিশ্চিতকল্পে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক ড. সহদেব সাহার এর নেতৃত্বে সোমবার ২৬ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিল ও ঢাকা মেডিকেল কলেজ এলাকায় পথ খাবার হোটেল ও ভ্রাম্যমাণ খাদ্য স্থাপনা পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে, খাদ্যকর্মীদের খাদ্যের পুষ্টিমান বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করা হয়।
এছাড়া, ঢাকা মেডিকেল কলেজ এলাকায় খাবার অনুপযোগী খাদ্য (প্রায় ১০ কেজি রান্না করা মাছ ও মাংস) ধ্বংস করা হয় এবং বিক্রেতাকে সাবধান করা হয়।
এসময়, মনিটরিং অফিসার মোঃ আমিনুল ইসলাম,আসলাম উদ্দীন ও মোহাম্মদ ইমরান হোসেন মোল্লা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।