যশোরে ডিবি ইন্সপেক্টর রুপম কুমার সরকারের সাফল্য অব্যাহত

Uncategorized আইন ও আদালত


!! গ্রামীনফোনের ভিআইপি সীম বিক্রির নামে প্রতারণা, গ্রাহকের বিকাশের টাকা আত্মসাৎকারী চক্রের ১ সদস্য গ্রেফতার !!


সুমন হোসেন (যশোর) ঃ যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এর দিক নির্দেশনায় ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএর তত্ত্বাবধানে এসআই মফিজুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে যশোর কোতয়ালী মডেল থানাধীন ১নং উকিল বারের সামনে সন্দেহ ভাজনভাবে ঘুরাফেরা ও একাধিক বিকাশের দোকান থেকে টাকা উত্তোলনকারী যুবক সোহাগ আহম্মদকে গ্রেফতার করে তার ব্যবহৃত মোবাইল পর্যালোচনা ও জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ” জয়া আফরিন মিম” নামক ফেইক ফেসবুক আইডি তৈরী করে বিভিন্ন গ্রুপের সাথে সংযুক্ত হয়ে নিজেকে গ্রামীন ফোন গ্রাহক সেবায় নিয়োজিত আছে মর্মে মিথ্যা পরিচয় দিয়ে গ্রামীন ফোন কোম্পানীর ভিআইপি সীম ( ০১৭১১-০২২০৩৩ ইত্যাদি) সরবরাহ করার নিমিত্তে প্রতারণাপূর্বক দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ব্যক্তির নিকট থেকে বিকাশে টাকা গ্রহণ করে মর্মে জানায়।

তার ধারাবাহিক এই প্রতারণা কর্মের অংশ হিসেবে গতকাল রবিবার ২৫ সেপ্টেম্বর যশোর জেলার কোতয়ালী থানাধীন এমএম আলী রোড ও দড়াটানা এলাকায় অবস্থান করে সকাল সাড়ে ১১ টা থেকে বিকাল ৬ টার মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে গ্রামীন ফোন কোম্পানীর ভিআইপি সীম সরবরাহ করার প্রতারণা পূর্বক ৪টি দোকান থেকে মোট ১৮,০০০ টাকা উত্তোলন করে নেয়।

তার স্বীকারোক্তি মতে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন পর্যালোচনা করে সত্যতা পেয়ে গতকাল রবিবার ২৫ সেপ্টেম্বর সাড়ে ৭ টার সময় তার হেফাজত থেকে প্রতারণা পূর্বক বিভিন্ন ব্যক্তির নিকট থেকে বিকাশে গ্রহনকৃত নগদ ১৮,০০০ (আঠার হাজার) টাকা, ১টি টেকনো মোবাইল ফোন, Jiniya Afrin Mim নামক ফেসবুক আইডি’র স্ক্রীনশর্ট পেপার ৩ পাতা (কম্পিউটার থেকে প্রিন্টকৃত) পাইয়া উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করেন।

এসআই মফিজুল ইসলাম, পিপিএম বাদী হয়ে এজাহার দিলে কোতয়ালী মডেল থানার মামলা নং-৯৭, তাং-২৬/০৯/২০২২, ধারা-৪১৯/৪২০/৩৪ পেনাল কোড।
গ্রেফতারকৃত আসামীর নাম ঠিকানা,
সোহাগ আহম্মদ (২৭), পিতা- সাইফুল ইসলাম, সাং-কুশডাঙ্গা, থানা ও জেলা-সাতক্ষীরা।

উদ্ধারকৃত আলামত সমুহ যথাক্রমে,
প্রতারণা পূর্বক বিভিন্ন ব্যক্তির নিকট থেকে বিকাশে গ্রহনকৃত নগদ ১৮,০০০ (আঠার হাজার) টাকা,
১টি টেকনো মোবাইল ফোন,
Jiniya Afrin Mim নামক ফেসবুক আইডি’র স্ক্রীনশর্ট পেপার ৩ পাতা (কম্পিউটার থেকে প্রিন্টকৃত)


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *