কুটনৈতিক বিশ্লেষক ঃ শব্দের চাইতে ৫ গুন বেশী গতিসম্পন্ন হাইপারসনিক মিসাইল নিয়ে গবেষণার কথা নিশ্চিত করেছে ইরান।
শব্দ প্রতি সেকেন্ডে ৩৩২মি/সে যেতে পারলেও ১.৮কিমি/সেকেন্ড(প্রায়) যেতে পারা এ মিসাইল সিস্টেম যুক্তরাষ্ট্র এবং ইজরায়েলের আয়রন ডোম সহ অন্যান্য এন্টি মিসাইল সিস্টেম এবং রাডারকেও ফাকি দিতে সক্ষম।
একই সাথে ইরানের এ ঘোষণায় অনেকটা নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র ইসরায়েল।
পারমাণবিক শক্তি সংক্রান্ত নিষেধাজ্ঞা সহ নানা নিষেধাজ্ঞা কাটিয়ে ইরান এগিয়ে যাচ্ছে বলেও দাবী ইরানের।একই সাথে নিউক্লিয়ার ওয়ারহেড কিংবা পেলোড নিয়ে আক্রমণের ব্যপারেও ইসরায়েলকে সতর্ক করেছে ইরান।
পেন্টাগনের ভাষায়,নিজেদের শক্তিকে বাড়িয়ে ফুলিয়ে-ফাপিয়ে প্রদর্শন করার অপচেষ্টা ইরান চালাচ্ছে বলে অভিযোগ করা হয়।তবে যুক্তরাষ্ট্রের অভিযোগকে বৃদ্ধাংগুলি দেখিয়ে নিজেদের মহাকাশ গবেষণা এবং প্রতিরক্ষাকে আরো শক্তিশালী করতে আরো নতুন রকেট সিস্টেম সার্ভিসে আনার ঘোষনা দিয়েছে ইরান।
সামনের দিনগুলোতে ইরান মহাকাশে রকেট পাঠানো এমনকি স্যাটেলাইট বিধ্বংসী মিসাইল লঞ্চ করতে পারে বলে ধারনা করা হচ্ছে। (সুত্রঃ ডিফেন্স রিসার্চ ফোরাম)