লক্ষাধিক গ্রেনেড আসছে সাউথ আফ্রিকা থেকে

Uncategorized আন্তর্জাতিক


সামরিক বিশ্লেষক ঃ বাংলাদেশ সেনাবাহিনীর অটোমেটিক গ্রেনেড লঞার এর জন্যে আন্তর্জাতিকভাবে একটি টেন্ডার আহ্বান করা হয়েছিল। সেই টেন্ডারটি জিতে নিয়েছে সাউথ আফ্রিকান কোম্পানি Rheinmetall Denel Munition (RDM)। তিন মিলিয়ন ইউরোর এই টেন্ডারের বিপরীতে তারা সেনাবাহিনীর জন্য লক্ষাধিক ৪০×৫৩মিঃমি এর হাই এক্সপ্লোসিভ গ্রেনেড সরবরাহ করবে।

রেইনমেটালের তৈরী ৪০×৫৩মিঃমি এর গ্রেনেডগুলোর রেন্জ প্রায় ৮০০ মিটার পর্যন্ত, যেকানে দামের বিবেচনায় অন্যান্য গ্রেনেড গুলোর রেন্জ ৬০০ মিটার।এই গ্রেনেড প্রতিপক্ষের বাংকার,আর্মরড টার্গেট ধ্বংস করতে মোক্ষম। প্রায় ৫০মিঃমি এর homogenous armour (RHA) আর্মর ভেদ করতে পারে এই গ্রেনেড গুলো। চলতি বছরেই এসব গ্রেনেডের ডেলিভারি শুরু করবে দেশটি।

বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ এশিয়ার আরেকটি দেশ ৩ লাখ পিস এই গ্রেনেড ক্রয়ের চুক্তি করেছে। তবে দেশটির নাম তারা উল্লেখ করেনি।

(সুত্র ও ছবি ঃ ডিফেন্স রিসার্চ ফোরাম, সাউথ আফ্রিকার MILKOR সেমি অটোমেটিক গ্রেনেড লঞারের কার্যকারিতা যাচাইয়ে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান।)


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *